আজ মালদায় আসার আগে ফের প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূল
আজ মালদায় আসার আগে ফের প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূল। ভোটমুখী পশ্চিমবঙ্গে দু’দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মালদা ও কাল হুগলিতে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর ১টা নাগাদ মালদায় আসবেন প্রধানমন্ত্রী।
তৃণমূলের অপশাসনে তিতিবিরক্ত পশ্চিমবঙ্গ, এখন প্রত্যাখ্যানের জন্যে তৈরি। মালদায় আসার আগে ফের চড়া সুর প্রধানমন্ত্রীর। মানুষ বিজেপিকে চায় বলে দাবি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, "আগামীকাল বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাবার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার।"
আজ ১টা ১৫ নাগাদ মালদা টাউন স্টেশন থেকে হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন তিনি। পৌনে ২ টো নাগাদ মালদায় প্রশাসনিক সভা করবেন নরেন্দ্র মোদি। ৩ হাজার ২৫০ কোটি টাকার একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের সূচনা ও শিলান্যাসও করবেন তিনি। দুপুর ২.৩০ মিনিটে মালদায় জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। কাল দুপুর পৌনে ৩ টেয় সিঙ্গুরে আসবেন প্রধানমন্ত্রী। সিঙ্গুরে ৮৩০ কোটি টাকার প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদি। এরপর কাল দুপুর সাড়ে ৩টেয় সেখানে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বাংলায় আসার আগে প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূল কংগ্রেস।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊