Latest News

6/recent/ticker-posts

Ad Code

'শিল্প চাই, কাজ চাই'-১৭ জানুয়ারি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নতুন আন্দোলনে নামছে DYFI

'শিল্প চাই, কাজ চাই'-১৭ জানুয়ারি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নতুন আন্দোলনে নামছে DYFI

Keywords: ডিওয়াইএফআই, ধ্রুবজ্যোতি সাহা, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, কোচবিহার সংবাদ, বামপন্থী আন্দোলন, শিল্প চাই কাজ চাই, কর্মসংস্থান, সিপিআইএম, DYFI Movement, Bakreswar Thermal Power Station, West Bengal Politics, Employment News Bengal


নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: "শিল্প চাই কাজ চাই, বামপথে বাংলা চাই"—এই স্লোগানকে সামনে রেখে নতুন বছরে বড়সড় আন্দোলনের ডাক দিল ডিওয়াইএফআই (DYFI)। আগামী ১৭ই জানুয়ারি বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই আন্দোলনের সূচনা হতে চলেছে। বুধবার কোচবিহার জেলা সিপিআইএম কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা ঘোষণা করেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা।

এদিনের সাংবাদিক বৈঠকে ধ্রুবজ্যোতি সাহা কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই কর্মসংস্থান ইস্যুতে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বাংলার বেকার যুবক-যুবতীদের কাজের দাবিতে এই লড়াই আরও জোরদার করা হবে। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে তিনি জানান, তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাত ধরে এই কেন্দ্রের পরিকল্পনা হয়েছিল। কেন্দ্রের অসহযোগিতার বিরুদ্ধে লড়াই করে ডিওয়াইএফআই এবং এসএফআই কর্মীরা রক্ত দিয়ে এই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার সংকল্প করেছিলেন। সেই আবেগকে পাথেয় করেই ফের বক্রেশ্বর থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

আগামী ১৭ই জানুয়ারি বক্রেশ্বরে রক্তদান শিবিরের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হবে। এরপর সেখান থেকে একটি বিশাল মিছিল বের করা হবে। ধ্রুবজ্যোতি বাবু জানান, এই আন্দোলন কেবল একটি জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় যেখানে শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে বা বন্ধ শিল্প রয়েছে, সেই সব কলকারখানার গেটের সামনে ডিওয়াইএফআই আন্দোলনের ডাক দেবে। মূলত বেকারদের কর্মসংস্থান এবং রাজ্যে নতুন শিল্পায়নের দাবিতে এই দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code