Latest News

6/recent/ticker-posts

Ad Code

Summative Evaluation: ষষ্ঠ থেকে দশম শ্রেণির সামেটিভ মূল্যায়নের সময়সূচি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ

ষষ্ঠ থেকে দশম শ্রেণির সামেটিভ মূল্যায়নের সময়সূচি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ

wbbse


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সামেটিভ মূল্যায়ন এবং মাধ্যমিক (২০২৭) নির্বাচনী পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করল। শুক্রবার পর্ষদের ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক) স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের সমস্ত স্বীকৃত সরকারি, সরকার-পোষিত, সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিদ্যালয়কে এই নির্দেশিকা জানানো হয়েছে।


পর্ষদ জানায়, মূল্যায়ন প্রক্রিয়ায় একরূপতা বজায় রাখতে স্কুলগুলিকে নির্দিষ্ট সময়সীমা মেনেই পরীক্ষা নিতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে পাঠ্যসূচির বিভাজন, নম্বর বণ্টন এবং পর্ষদের ওয়েবসাইটে দেওয়া নমুনা প্রশ্নপত্রের কাঠামো অনুসরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।



বিজ্ঞপ্তি অনুযায়ী,

  • প্রথম সামেটিভ মূল্যায়ন (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ১ এপ্রিল ২০২৬-এর আগে নেওয়া যাবে না এবং ১১ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে।
  • দ্বিতীয় সামেটিভ মূল্যায়ন অনুষ্ঠিত হবে ১ আগস্ট ২০২৬-এর আগে নয় এবং তা শেষ করতে হবে ১২ আগস্টের মধ্যে।
  • তৃতীয় সামেটিভ মূল্যায়ন ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ১ ডিসেম্বর ২০২৬-এর আগে নয় এবং শেষ করতে হবে ১১ ডিসেম্বরের মধ্যে।


এছাড়াও, দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক ২০২৭-এর সিলেকশন টেস্ট বা তৃতীয় সামেটিভ মূল্যায়ন ১৭ নভেম্বর ২০২৬-এর আগে নেওয়া যাবে না এবং ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।


পর্ষদ আরও স্পষ্ট করেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির কোনও সামেটিভ মূল্যায়ন বা মাধ্যমিকের সিলেকশন টেস্ট সেকশনাল ছুটির দিনে আয়োজন করা যাবে না। নির্দেশিকা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে বলেও সতর্ক করেছে পর্ষদ।


পর্ষদের এই বিজ্ঞপ্তিকে শিক্ষামহলে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্দিষ্ট সময়সূচি ও স্পষ্ট নির্দেশিকা থাকায় মূল্যায়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুসংহত হবে বলে আশা করছেন শিক্ষক ও শিক্ষাবিদরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code