Latest News

6/recent/ticker-posts

Ad Code

২০২১ সালের চেয়ে একটি আসন হলেও বেশি পাবে তৃণমূল! ‘কর্মভূমি’ থেকে ঘোষণা অভিষেকের

২০২১ সালের চেয়ে একটি আসন হলেও বেশি পাবে তৃণমূল! ‘কর্মভূমি’ থেকে ঘোষণা অভিষেকের 

Abhishek Banerjee


নতুন বছরের সূচনা লগ্ন থেকেই ২৬ এর ভোট ময়দানে নেমে পড়লেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দোসরা জানুয়ারি বারুইপুরে জনসভা করলেন তিনি এরপর সারা মাসব্যাপী গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করবেন তিনি। অভিষেকের কর্মসূচির আজ প্রথম দিনেই তিনি ঘোষণা করলেন গত বিধানসভায় যতটা আসন পেয়েছেন তৃণমূল তার থেকে একটি হলেও আসন বেশি পাবে এবারের নির্বাচনে।

শুক্রবার বারুইপুরের ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে অভিষেক জনসভার করেন। ওই জনসভা থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। দক্ষিণ ২৪ পরগনাকে নিজের ‘কর্মভূমি’ বলে উল্লেখ করেছেন অভিষেক । তিনি জানিয়েছেন, তিনি চান, সাফল্যের বাড়তি আসনটি এই জেলা থেকেই আসুক। বলেছেন, ‘‘আমার জন্মভূমি কালীঘাট। কর্মভূমি দক্ষিণ ২৪ পরগনা।’’ বক্তৃতার শেষে হাঁটু গেড়ে বসে মঞ্চের জমিতে মাথা ঠেকিয়ে জনতাকে প্রণামও করেছেন অভিষেক।

২০২৬-এর লক্ষ্য ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূলের ‘সেনাপতি’ বলেন, ‘‘আমি দলের কর্মী-সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছিলাম, তৃণমূলের আসনসংখ্যা এবং ভোটশতাংশ ২০২১-এর নিরিখে ২০২৬-এ বাড়বে। ২০২১-এ তৃণমূল জিতেছিল ২১৪টি আসন। এ বার একটা হলেও আমাদের আসন বাড়বে।’’

তিনি বলেন, ‘‘আপনাদের কথা দিতে হবে, সেই একটা আসন যেন দক্ষিণ ২৪ পরগনা থেকে আসে। এ বার ভাঙড়ও তৃণমূলকে জিততে হবে। এই জেলায় ৩১-এ ৩১ করতে হবে। তার জন্য যত পরিশ্রম দরকার করতে হবে, সঙ্ঘবদ্ধ ভাবে লড়তে হবে। আমাকে যেখানে যেতে বলবেন, আমি যাব। আপনারা এই জেলার দায়িত্ব নিন। আমি বাকি বাংলা বুঝে নেব।’’

পশ্চিমবঙ্গে রাজনীতির পালাবদলে দক্ষিণ ২৪ পরগনার ভূমিকা অপরিসীম বলে মনে করেন অভিষেক। তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত এ রাজ্যে তিন বার ক্ষমতায় এসেছেন। প্রতিটি জয়েই দক্ষিণ ২৪ পরগনার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৮ সালে যখন সিপিএম ক্ষমতার শীর্ষে ছিল, তখনও এই জেলাতেই পরিবর্তনের চাকা ঘুরতে শুরু করেছিল।’’

প্রসঙ্গত, অভিষেক বলেছেন, ২০২১ সালে তৃণমূল ২১৪টি আসন পেয়েছিল। আদতে সেই সংখ্যা ছিল ২১৩। পরে বিভিন্ন উপনির্বাচনে জিতে এবং বিজেপি থেকে বিধায়কদের যোগদান করিয়ে তৃণমূলের মোট আসনসংখ্যা আপাতত ২২৬। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেও একি ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি। বলেছিলেন, তৃণমূল ২০১৯ সালের লোকসভা ভোটে যত আসন পেয়েছিল, তার চেয়ে একটি হলেও বেশি আসন পাবে। ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূল পেয়েছিল ২২টি আসন। ২০২৪ সালে তারা পায় ২৯টি আসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code