SIR প্রক্রিয়ায় ‘আনম্যাপড’ ভোটারদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
প্রযুক্তিগত ত্রুটির কারণে বাদ পড়া ভোটারদের নিয়ে বিতর্ক, মাইক্রো অবজার্ভার নিয়োগ ঘিরে রাজনৈতিক প্রশ্ন
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কমিশন জানিয়েছে, যাঁরা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নিজের নাম বা উত্তরাধিকারের যোগসূত্র প্রমাণ করতে পারেন, অথচ বিএলও অ্যাপে প্রযুক্তিগত কারণে ‘ম্যাপিং’ ধরা পড়েনি, তাঁদের শুনানিতে ডাকা হবে না। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটারদের শুনানি প্রক্রিয়া। প্রথম দফায় ডাকা হচ্ছে সেই সব ভোটারদের, যাঁদের নাম ২০০২ সালের তালিকার সঙ্গে ‘ম্যাপ’ করা যায়নি। রাজ্যে আনুমানিক ৩২ লক্ষ এমন ভোটার রয়েছেন। তাঁদের জন্য তৈরি হয়েছে প্রায় ৩২৩৪টি শুনানি কেন্দ্র—প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে ১১টি করে। শুনানির দায়িত্বে থাকছেন সংশ্লিষ্ট ERO, AERO এবং কমিশন নিযুক্ত এক জন করে মাইক্রো রোল অবজার্ভার।
এই মাইক্রো অবজার্ভার নিয়োগ ঘিরেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে দলের BLA-দের সঙ্গে বৈঠকে তিনি অভিযোগ করেন, “রাজ্যের সঙ্গে আলোচনা না করেই দিল্লির লোক এনে এই পদে নিয়োগ করছে কমিশন।” তিনি আরও বলেন, “আমরা সহযোগিতা করব, কিন্তু বিস্তারিত তথ্য চাই—কারা তাঁরা, কোথায় থাকেন, কোথায় কাজ করেন, সব খোঁজ রাখতে হবে।”
কমিশনের তরফে জানানো হয়েছে, প্রায় ৪ হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে, যাঁরা মূলত শুনানি প্রক্রিয়ার উপর নজরদারি করবেন। তাঁদের প্রশিক্ষণ হয়েছে কলকাতার নজরুল মঞ্চে। যদিও প্রাথমিকভাবে অন্য রাজ্যের কর্মীদের আনার কথা শোনা গেলেও, সিইও দফতর স্পষ্ট করেছে—নিয়োগপ্রাপ্তরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং কেন্দ্রীয় সরকারি কর্মী।
শুনানির কেন্দ্রে কলকাতায় চলছে সরকারি দফতর ও কলেজ ভবনে, জেলাগুলিতে বিডিও অফিস ও ব্লক স্তরের দফতরে। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, যাঁদের ডাকা হয়েছে, তাঁরা যদি CAA সার্টিফিকেট দাখিল করতে পারেন, তাহলে তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊