প্রকাশিত হলো WBP কনস্টেবল পরীক্ষার ফল
প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার ফলাফল। আজ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ হয়েছে। জানা যাচ্ছে ৬০ হাজারেরও বেশি পরীক্ষার্থী পরবর্তী স্টেজ অর্থাৎ পিএসটি ও পিএমটি এর জন্য উত্তীর্ণ হয়েছে। আগামী ৮ই জানুয়ারি ২০২৬-এ এই টেস্ট হবে বলে খবর।
West Bengal Police Recruitment Board এর অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ দিলে ফল জানা যাবে।
লিখিত পরীক্ষায় সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT) এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় (PET) অংশগ্রহণ করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী:
PMT ও PET পরীক্ষা ০৮ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে (সম্ভাব্য)।
PMT ও PET পরীক্ষার প্রবেশপত্র ০২ জানুয়ারি ২০২৬ থেকে ডাউনলোড করা যাবে।
প্রবেশপত্রগুলি WBPRB-এর অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ডাউনলোড করার আগে প্রার্থীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা নভেম্বর ২০২৫ তারিখের WBPRB/NOTICE-2025/22 নম্বর বিজ্ঞপ্তিতে পূর্বে নির্দেশিত সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করেছেন।
ফল দেখার ওয়েবসাইট:
কাট অফ:
The result of Written Examination for recruitment to the post of Constables in West Bengal Police - 2024 | WBPRB https://share.google/KUHs4IjmB78o4uFU7


0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊