প্রাইভেট টিউটরদের আত্মমর্যাদা রক্ষা ও সরকারি শিক্ষকদের টিউশন বন্ধের দাবিতে জলপাইগুড়িতে কনভেনশন
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্যের গৃহশিক্ষকদের সামাজিক স্বীকৃতি প্রদান এবং সরকারি স্কুল-কলেজের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে উত্তাল হলো জলপাইগুড়ি। সোমবার 'সার্টিফাইড প্রফেশনাল প্রাইভেট টিউটর' সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে একটি বিশাল মিছিল ও জেলা কনভেনশনের আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষিত বেকার যুবক-যুবতী যারা গৃহশিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাদের একছাতার তলায় নিয়ে আসা এবং তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা।
সংগঠনের অল ইন্ডিয়া চেয়ারম্যান সুজয় কুমার বর্মন জানান যে, সুদীর্ঘকাল ধরে একদল উচ্চশিক্ষিত মানুষ ছাত্রছাত্রীদের পড়িয়ে শিক্ষাক্ষেত্রকে সমৃদ্ধ করছেন। অথচ সমাজে তারা যোগ্য সম্মান বা পরিচিতি পাচ্ছেন না । আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২০০ জন গৃহশিক্ষককে 'সার্টিফাইড প্রফেশনাল প্রাইভেট টিউটর' হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ।
সংগঠনের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে যে, রাইট টু এডুকেশন অ্যাক্ট (RTE 2009) এর ২৮ নম্বর ধারা অনুযায়ী কোনো সরকারি শিক্ষক প্রাইভেট টিউশন করতে পারেন না। তা সত্ত্বেও একশ্রেণীর শিক্ষক নিয়ম লঙ্ঘন করে টিউশনকে ব্যবসায় পরিণত করেছেন। এর বিরুদ্ধে আগামীতে আইনি পদক্ষেপ এবং আরও জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।
গৃহশিক্ষকদের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা দূর করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে সংগঠনের প্রধান দাবি হলো—
- একটি নির্দিষ্ট 'গৃহশিক্ষক পর্ষদ' বা বোর্ড গঠন করতে হবে ।
- যোগ্য ও দক্ষ শিক্ষকদের এই পর্ষদের অধীনে এনরোল করতে হবে।
- গৃহশিক্ষকতাকে একটি প্যারালাল বা সমান্তরাল শিক্ষা ব্যবস্থা হিসেবে মর্যাদা দিতে হবে যাতে ছাত্রছাত্রীরা আরও উপকৃত হয় ।
সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের সজাগ হওয়ার অনুরোধ জানানো হয়েছে। স্কুল শিক্ষকদের মোহে না পড়ে, যারা দক্ষ এবং কেবল টিউশনের মাধ্যমেই জীবিকা নির্বাহ করেন, সেইসব যোগ্য গৃহশিক্ষকদের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয় ।
আজকের এই কর্মসূচিতে প্রায় ২০০ জন গৃহশিক্ষক তাদের নাম নথিভুক্ত করেন এবং নিজেদের পেশার মর্যাদা রক্ষার লড়াইয়ে সামিল হন।
ভিডিও সূত্র:
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊