Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুনানির তিন মাস অতিক্রান্ত, তবু মেলেনি রায়, বকেয়া ডিএ মামলার রায় কি জানুয়ারিতে?

বকেয়া ডিএ মামলার রায় কি জানুয়ারিতে? সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী

WB DA News, West Bengal DA Case Update, Supreme Court DA Case Hearing, State Government Employees DA, DA Verdict January 2026, West Bengal Government Employees News, DA Case Latest News West Bengal, Sangbad Ekalavya, মহার্ঘ ভাতা মামলা, সুপ্রিম কোর্ট ডিএ মামলা, রাজ্য সরকারি কর্মচারী ডিএ সংবাদ।

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরসুম পেরিয়ে নতুন বছর দোরগোড়ায়, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মামলার জট এখনও কাটেনি। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, তার রায়ের অপেক্ষায় এখন দিন গুনছেন রাজ্যের বর্তমান ও অবসরপ্রাপ্ত কয়েক লক্ষ কর্মী।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়েছে গত ৮ সেপ্টেম্বর। দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত রায়দান স্থগিত (Reserved) রেখেছিল। নিয়ম অনুযায়ী, শুনানির পর সব পক্ষকে দ্রুত কাউন্টার হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই মতো সমস্ত নথি জমা দেওয়া হলেও তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও চূড়ান্ত রায় ঘোষণা না হওয়ায় কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও ধন্দ তৈরি হয়েছে।

'কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ'-এর অন্যতম শীর্ষ নেতা শ্যামল মিত্র এই বিলম্ব নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানান, সুপ্রিম কোর্ট অত্যন্ত দ্রুততার সঙ্গে শুনানি করেছিল এবং বিচারপতিরা রাজ্য সরকারের মনোভাব নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন। এত কিছুর পরেও কেন রায়দান স্থগিত রয়েছে, তা নিয়ে তারা চিন্তিত। তবে জানুয়ারিতে নতুন বছর শুরু হতেই এই মামলার রায় বের হতে পারে বলে আশাবাদী মামলাকারীরা।

আইন বিশেষজ্ঞদের মতে, ডিএ-র বিষয়টি অত্যন্ত জটিল। সুপ্রিম কোর্টের রায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, বরং দেশের অন্যান্য রাজ্যের সরকারি কর্মীদের ওপরও প্রভাব ফেলতে পারে। এমনকি কেন্দ্রীয় সরকারের কর্মীদের একাংশও বাড়তি ডিএ-র দাবিতে মামলা করেছেন, যার ভাগ্য এই রায়ের ওপর নির্ভর করতে পারে। তাই সমস্ত দিক বিবেচনা করেই শীর্ষ আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে।

রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মতে, বাজারের অগ্নিমূল্যের বাজারে কেন্দ্রীয় হারের তুলনায় রাজ্যের ডিএ-র ফারাক তাদের আর্থিক সংকটে ফেলছে। নতুন বছরে (২০২৬) সুপ্রিম কোর্ট তাদের অনুকূলে রায় দেবে, এই আশায় বুক বাঁধছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code