Voters List: খসড়া ভোটার তালিকায় কোন জেলায় কত নাম বাদ?
প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। আর খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা গেল রাজ্যে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ গেল। জানা গিয়েছে, কমিশনের নজরে ১ কোটি ২৯ লক্ষ ৮ হাজার ৩৪০ অসঙ্গতি ভোটাছে। অসঙ্গতি ভোটারের তালিকায় শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা। নাম না থাকা ভোটারদের অভিযোগ নিতে আজ থেকেই বুথে BLO-রা।
কোন জেলা থেকে কত ভোটারের নাম বাদ গেল?
কোচবিহার: ১ লক্ষ ১৩ হাজার ৩৭০জনের নাম বাদ
জলপাইগুড়ি: ১ লক্ষ ৩৩ হাজার ১০৭জনের নাম বাদ
দার্জিলিং: ১ লক্ষ ২২ হাজার ২১৪জনের নাম বাদ
কালিম্পং: ১৭ হাজার ৩৩১জনের নাম বাদ
আলিপুরদুয়ার: ৯৫ হাজার ২৮৬জনের নাম বাদ
উঃ দিনাজপুর: ১ লক্ষ ৭০ হাজার ৫৫৭জনের নাম বাদ
দঃ দিনাজপুর: ৮০ হাজার ৯৮৪জনের নাম বাদ
মালদা: ২ লক্ষ ১ হাজার ৮৭৩জনের নাম বাদ
মুর্শিদাবাদ: ২ লক্ষ ৭৮ হাজার ৮৩৭জনের নাম বাদ
নদিয়া: ২ লক্ষ ১৬ হাজার ৬২৩জনের নাম বাদ
উঃ ২৪ পরগনা: ৭ লক্ষ ৯২ হাজার ১৩৩ জনের নাম বাদ
দঃ ২৪ পরগনা: ৮ লক্ষ ১৮ হাজার ৪৩২জনের নাম বাদ
কলকাতা দক্ষিণ: ২ লক্ষ ১৬ হাজার ১৫০জনের নাম বাদ
কলকাতা উত্তর: ৩ লক্ষ ৯০ হাজার ৩৯০জনের নাম বাদ
হাওড়া: ৪ লক্ষ ৪৭ হাজার ৩৪১জনের নাম বাদ
হুগলি: ৩ লক্ষ ১৮ হাজার ৮৭৪জনের নাম বাদ
পূর্ব মেদিনীপুর: ১ লক্ষ ৪১ হাজার ৯৩৬জনের নাম বাদ
পঃ মেদিনীপুর: ২ লক্ষ ৩ হাজার ৩৪১জনের নাম বাদ
ঝাড়গ্রাম: ৫২ হাজার ৭৮৬জনের নাম বাদ
পুরুলিয়া: ১ লক্ষ ৮৩ হাজার ৪১৬জনের নাম বাদ
বাঁকুড়া: ১ লক্ষ ৩২ হাজার ৮২১জনের নাম বাদ
পূর্ব বর্ধমান: ২ লক্ষ ৮ হাজার ৭৫জনের নাম বাদ
পঃ বর্ধমান: ৩ লক্ষ ৬ হাজার ১৪৬জনের নাম বাদ
বীরভূম: ১ লক্ষ ৭৮ হাজার ৮৭৬জনের নাম বাদ
জানা গেছে যাঁরা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাঁদের সবার নাম থাকবে খসড়া তালিকায়। তবে এই খসড়া তালিকা ৩ ভাগে ম্যাপিং হয়েছে। প্রথম প্রোজেনি ম্যাপিং, সেল্ফ ম্যাপিং ও নো ম্যাপিং। প্রোজেনি ম্যাপিং, সেল্ফ ম্যাপিং-এ নাম থাকা ভোটারদের হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা কম। নো ম্যাপিংয়ে নাম থাকা ভোটারদের ডাকা হবে হিয়ারিংয়ে। বিএলও মারফত জানা যাবে কাদের শুনানিতে ডাকা হবে। নো ম্যাপিংয়ে নাম থাকা ভোটারদের ডাকা হবে শুনানিতে।
যাদের নাম নেই তাঁরা ১৫ই জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। শুনানি সহ অন্যান্য সকল প্রক্রিয়া এই সময়কালেই হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊