Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যে খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের

রাজ্যে খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের

sir


আজ প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। পশ্চিমবঙ্গের যে খসড়া তালিকা মঙ্গলবার প্রকাশিত হয়েছে, তা থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। এসআইআর শুরুর আগে সর্বশেষ ভোটার তালিকায় নাম ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। সেখান থেকে খসড়া তালিকায় ভোটার সংখ্যা কমে হয়েছে ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯।

জানা গেছে, নিখোঁজের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার। ‘ভূতুড়ে’ ভোটারের সংখ্যাও উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়। সেই সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮।

কমিশন সূত্রে খবর, প্রকৃত অর্থে ‘ঝাড়াইবাছাই’ এই পর্বে হয়নি। যাঁদের সরাসরি নাম বাদ যাওয়ার কথা, শুধুমাত্র সেই ভোটারদেরই নাম বাদ গিয়েছে। মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ পড়েছে খসড়া তালিকা থেকে। এ ছাড়া অনেকে এনুমারেশন ফর্মই পূরণ করেননি। এই নামগুলিই বাদ পড়েছে খসড়া তালিকা থেকে। সব মিলিয়ে এই সংখ্যাটি হল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন।

খসড়া তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে। সে ক্ষেত্রে তাঁদের পূরণ করতে হবে কমিশনের দেওয়া ফর্ম ৬। এ ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে কমিশনের। নতুন করে নাম তোলার জন্যও এসআইআর প্রক্রিয়ার মধ্যে আসতে হবে ভোটারদের। ফর্ম ৬-এর সঙ্গে এনুমারেশন ফর্মের মতো দেখতে একটি ফর্ম পূরণ করতে হবে তাঁদেরও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code