বিজয় হাজারে ট্রফিতে নিজের রেকর্ড পোক্ত করলেন রোহিত, সচিনের মাইলফলক স্পর্শ কোহলির
মুম্বইয়ের হয়ে সিকিমের বিরুদ্ধে ৬২ বলে শতরান করলো রোহিত শর্মা। নজির গড়লেন বিরাট কোহলিও। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে লিস্ট এ (৫০ ওভারের) ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি।
বিজয় হাজারে ট্রফিতে নিজেদের প্রমান করলেন দুই তারকা রোহিত ও কোহলি। ৮টি চার এবং ৯টি ছয়ের সাহায্যে শতরান করলেন রোহিত। ব্যক্তিগত ৯৮ রানে ছক্কা মেরে শতরান পূর্ণ করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। লিস্ট এ ক্রিকেটে ৩৭তম শতরান করলেন তিনি। তার আগে ২৭ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। এ দিনের শতরান ৫০ ওভারের ক্রিকেটে রোহিতের দ্রুততম। রোহিত শেষ পর্যন্ত করেন ৯৪ রানে ১৫৫ রান। তাঁর ব্যাট থেকে এসেছে ১৮টি চার এবং ৯টি ছক্কা।
অন্য দিকে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে নজির গড়লেন কোহলি। দিল্লির হয়ে ব্যাট করতে নেমে লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করলেন তিনি। শেষমেষ ১০১ বলে ১৩১ রানের ইনিংস খেলেন কোহলি।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊