Latest News

6/recent/ticker-posts

Ad Code

Varanasi Sex Racket : স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা ! গ্রেপ্তার ন’জন মহিলা এবং চার যুবক

স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা ! গ্রেপ্তার ন’জন মহিলা এবং চার যুবক

Varanasi, sex racket, BJP leader, Shalini Yadav, prostitution under spa, Uttar Pradesh police, Narendra Modi constituency, political controversy, arrest demand, Congress, Samajwadi Party, Bharatiya Janata Party


বারাণসীতে সেক্স র‌্যাকেট কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। গত সোমবার রাতে পুলিশের অভিযানে শহরের একটি ফ্ল্যাট থেকে ন’জন মহিলা এবং চার যুবককে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, স্পা সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে সেখানে দেহব্যবসা চলছিল। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে মহিলাদের আনা হত ওই ফ্ল্যাটে। অভিযানের সময় বেশ কিছু আপত্তিকর সামগ্রীও উদ্ধার হয়েছে।

এই ঘটনার রাজনৈতিক যোগসূত্র নিয়েও তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, গোটা চক্রের নেপথ্যে রয়েছেন বিজেপি নেত্রী শালিনী যাদব। শালিনী একসময় কংগ্রেসে ছিলেন এবং ২০১৭ সালে বারাণসীর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে ২০১৯ সালে সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধেই ভোটে লড়েন। সেই নির্বাচনে হারের পর ২০২৩ সালে তিনি বিজেপিতে যোগ দেন। তবে এখনও পর্যন্ত তাঁকে দলের কোনও পদ দেওয়া হয়নি। অভিযুক্ত ফ্ল্যাটটি নথিভুক্ত অরুণ যাদবের নামে, যিনি শালিনীর স্বামী।

শালিনী যাদব অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, বিরোধীরা অহেতুক তাঁর নামে কুৎসা রটাচ্ছে। যে ফ্ল্যাটে যৌনচক্রের হদিশ মিলেছে, সেটি তাঁর নয় বলেও তিনি স্পষ্ট করেছেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই বিরোধীরা তাঁকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। অন্যদিকে বিরোধী শিবির শালিনীর গ্রেপ্তারির দাবি তুলেছে।

প্রধানমন্ত্রীর নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে এই ধরনের কাণ্ড বিজেপির জন্য নিঃসন্দেহে অস্বস্তিকর। বিরোধীরা বিষয়টিকে হাতিয়ার করে সরব হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে, আর রাজনৈতিক মহল নজর রাখছে এই ঘটনার পরবর্তী পরিণতির দিকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code