Latest News

6/recent/ticker-posts

Ad Code

খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা দেখবেন কিভাবে?

খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা দেখবেন কিভাবে? 

ECINET


আজ ১৬ই ডিসেম্বর প্রকাশ হলো খসড়া তালিকা। রাজ্যের সর্বত্র বিএলও-দের কাছে ইতিমধ্যে খসড়া তালিকা পৌঁছে গিয়েছে। রাজনৈতিক দলের বুথস্তরের এজেন্ট (বিএলএ)-রাও পেয়ে গিয়েছেন তালিকা। তাঁদের কাছ থেকে নিজ নিজ এলাকার খসড়া তালিকা দেখে নিতে পারবেন ভোটারেরা। এ ছাড়া কমিশনের ‘ইসিআইনেট’ মোবাইল অ্যাপ থেকেও তা জানা যাবে। পাশাপাশি খসড়া তালিকায় নাম রয়েছে কি না, তা দেখে নেওয়া যাবে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর ওয়েবসাইট থেকেও। 


নির্বাচন কমিশনের অফিশিয়াল অ্যাপ ECINET খোলার পরে সেখানে সবুজ রঙের একটি বক্সের মধ্যে লেখা আছে ‘সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট’। সেটিতে ‘ক্লিক’ করলে নতুন একটি পাতা খুলে যাবে। নতুন পাতায় উপরের বাঁ দিকে একটি অপশন থাকবে ‘সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট’ অপশনে ক্লিক করতে হবে। তার পরে ক্লিক করতে হবে সার্চ বাই ‘ভোটার আইডি/এপিক’ অপশনে। সেটিতে ক্লিক করলে নীচে ভোটার আইডি বা এপিক নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই সংশ্লিষ্ট ভোটার জেনে যেতে পারবেন, তাঁর নাম খসড়া তালিকায় রয়েছে কি না।


এনুমারেশন ফর্ম পূরণ করার পর কাদের নাম উঠেছে খসড়া তালিকায়, বাদ পড়েছে কাদের নাম, মৃত, স্থানান্তরিত এমনকী ‘ভূতুড়ে’ ভোটারের সংখ্যাও জানা যাচ্ছে খসড়া তালিকা থেকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code