যুবভারতীকাণ্ডের জেরে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ
যুবভারতীকাণ্ডের জেরে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ, পদত্যাগপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবভারতীকাণ্ডে তদন্ত কমিটি গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কমিটির সুপারিশে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হয়েছে। এদিকে পদত্যাগ করলেন অরুপ বিশ্বাস।
মমতাকে পাঠানো চিঠিতে অরূপ লেখেন, যুবভারতীর ঘটনায় মমতা যে তদন্ত কমিটি গড়েছেন, তা যাতে ‘নিরপেক্ষ ভাবে’ অনুসন্ধান করতে পারে, তাই তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান। মমতা সেই ইস্তফা গ্রহণ করে চিঠিতে ক্রীড়ামন্ত্রীর ‘আবেগ এবং উদ্দেশ্য’-এর প্রশংসা করেন। তার পরেই লেখেন, ‘তিনি (অরূপ) একেবারেই সঠিক। যত ক্ষণ না নিরপেক্ষ তদন্ত শেষ হচ্ছে, তত ক্ষণ এই দফতর আমি দেখব।’
ক্রীড়ামন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়ে গেলেও মন্ত্রিসভায় থাকছেন অরূপ। ক্রীড়ার পাশাপাশি বিদ্যুৎ দফতরের মন্ত্রী ছিলেন অরুপ বিশ্বাস। ক্রীড়া পদে পদত্যাগ করলেও বিদ্যুৎ দফতরের মন্ত্রী তিনি থাকছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগপত্র গ্রহণ করে জানান এই পদ নিজের কাছেই রাখবেন তিনি। মঙ্গলবার ইস্তফা গ্রহণ করে তিনি জানিয়েছেন, ক্রীড়া দফতর অন্য কারও হাতে দেওয়া হবে না। যত ক্ষণ না ‘নিরপেক্ষ’ তদন্ত শেষ হচ্ছে, তত ক্ষণ তিনি নিজের হাতেই রাখবেন সেই দফতর। ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী হবেন মমতা।
শনিবার যুবভারতীতে ফুটবল তারকা লিয়োনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। মেসিকে ভালোভাবে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে ভক্তরা। চালায় ভাঙচুর। অভিযোগ, মাঠে মেসি যত ক্ষণ ছিলেন, তত ক্ষণ তাঁর গায়ের সঙ্গে সেঁটে ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ। তার পর থেকেই ফুটবলপ্রেমী জনতার কাঠগড়ায় অরূপ।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊