Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলকারে আগুন, প্রাণে বাঁচলও ক্ষুদে পড়ুয়ারা

পুলকারে আগুন, প্রাণে বাঁচলও ক্ষুদে পড়ুয়ারা

School Pool Car Fire, Alipurduar, Students Rescued, Pool Car Safety, Short Circuit, Hamilton School Car Fire, Fitness Certificate, Accident

আলিপুরদুয়ারের পাটকাপাড়া এলাকায় শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে। হ্যামিল্টনের একটি ইংরেজি মাধ্যম স্কুল পুলকারে আচমকা আগুন ধরে যায়। দুপুর প্রায় ২টার সময় বাসটি পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল। হঠাৎ ধোঁয়া ও আগুনের ফুলকি দেখা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়রা দ্রুত ছুটে এসে কচিকাঁচাদের নিরাপদে পুলকার থেকে নামিয়ে আনেন। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো যায় এবং কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। পুলিশ পুলকারটির ফিটনেস সার্টিফিকেট ও অন্যান্য নথি পরীক্ষা করছে। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। প্রিন্সিপ্যাল সংবাদমাধ্যমের ফোন ধরেননি।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিভাবকরা পুলকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ফিটনেস সার্টিফিকেট হালনাগাদ না থাকলে এ ধরনের বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code