অশান্ত বাংলাদেশ নিয়ে কলম ধরলেন শাকিব, দীপু দাস থেকে ওসমান হাদি ঠাঁই পেল কবিতায়!
নৈরাজ্যের বাংলাদেশ নিয়ে এবার কলম ধরলেন ক্রিকেটার শাকিব-অল-হাসান। মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে শিশুদের ভবিষ্যৎ নষ্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা শেখ হাসিনার দল আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ। দীপু দাস থেকে ওসমান হাদি ঠাঁই পেয়েছে কবিতায়।
বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক লিখলেন, “সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে! এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়-সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।”
শাকিবের প্রশ্ন, “শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য-আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?”
শাকিবের লেখা কবিতা:
"রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু,টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু,সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে!এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়—সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।লক্ষ্মীপুরের শিশু আয়শা,মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি!ওরা কেউ রাজনীতি বোঝে না,ধর্ম বোঝে না—তবুও ওদের জীবন দিতে হয়েছে!শিশুদের জন্য,শিশুদের ভবিষ্যতের জন্য,মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য—সর্বোপরিশিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য—আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?ভালো থেকো, সুস্থ থেকো—আগামী গড়বার কারিগর,আমাদের আগামী প্রজন্ম।সবাইকে বড় দিনের শুভেচ্ছা"
বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াব্যক্তিত্ব হলেও শাকিব এখন সে দেশে নির্বাসিত। দেশের হয়ে যেমন খেলতে পারছেন না তেমনিই দেশে ঢোকার অনুমতিও নেই তাঁর। বিতর্কের মধ্যে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চেয়েছেন শাকিব। খুনের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। এখনোও মৌলবাদীদের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন শাকিব।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊