Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উদ্বোধন করলেন রোহিত শর্মা

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উদ্বোধন করলেন রোহিত শর্মা 

India


আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ তার আগে সূর্য কুমারদের উদ্বোধন করলো রোহিত শর্মা। উদ্বোধন করলেন। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন রোহিত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে রোহিতের সঙ্গে ছিলেন ভারতের তরুণ ব্যাটার তিলক বর্মাও। ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়াও।

রোহিত বলেন, ‘‘আমরা ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম। তার পরের বিশ্বকাপ জিততে আমাদের ১৫ বছরেরও বেশি অপেক্ষা করতে হয়েছে। একটা দীর্ঘ যাত্রা ছিল আমাদের। যে পথে ছিল অনেক উত্থান-পতন। গত বার আবার ট্রফি জেতার অনুভূতি দুর্দান্ত ছিল।’’

তিনি আরও বলেন, ‘‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। আশা করছি খুব উত্তেজক প্রতিযোগিতা হবে। দলের জন্য আমার শুভকামনা সব সময় থাকবে। আমি নিশ্চিত সকলেই দলের পাশে থাকবেন, সমর্থন করবেন। আমাদের ক্রিকেটারেরাও নিজেদের সেরাটা উজাড় করে দেবে।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code