Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেচার অব দ্যা ক্যানভাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুদিনের আর্ন্তজাতিক কর্মশালা

নেচার অব দ্যা ক্যানভাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুদিনের আর্ন্তজাতিক কর্মশালা

Burdwan News


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

নেচার অব দ্যা ক্যানভাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুদিনের আর্ন্তজাতিক কর্মশালা। প্রদীপ প্রজ্জ্বলন করে এই ওয়ার্কশপের উদ্বোধন করেন সংস্থার সদস্যরা। পূর্ব বর্ধমানের উদয় পল্লী দামোদর বাঁধ এলাকায় দুদিনের এই ইন্টারন্যাশনাল আর্ট ওয়ার্কশপে উপস্থিত থাকেন

থাইল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, রাশিয়া শান্তিনিকেতন সহ বিভিন্ন দেশ বিদেশের শিল্পীরা।খ্যাতনামা শিল্পীরা ছাড়াও জেলা ও পার্শ্ববর্তী জেলা হুগলি, বাঁকুড়া থেকে খুদে শিল্পীরাও হাজির হয়েছে। এই কর্মশালায় মোট ১৫০ জন শিল্পী হাজির হয়েছেন। দুদিনের এই ইন্টারন্যাশনাল আর্ট ওয়ার্কশপে শিল্পীরা তাদের নানা ধরনের চিত্রকলা প্রদর্শন করেন।কেউ করেন মাটি দিয়ে,কেউ আবার করেন ছাই দিয়ে।এর‌ই মধ্যে দুহাত বাঁধা অবস্থায় মুখদিয়ে শিবলিঙ্গের ছবি এঁকে নজির গড়লেন সংখ্যালঘু সম্প্রদায়ের রাজা বাবু।

মগরা হাটের বাসিন্দা রাজা বাবু বলেন ছবি আঁকার জন্য তার মা বাবা তার হাত বেঁধে দিয়েছেন। তবুও তিনি ছবি আঁকা ছাড়েন নি। পাঁচ বছর বয়স থেকেই ছবি এঁকে চলেছেন।হাওড়া থেকে আসা শিল্পী রঞ্জন কুর্মী পা দিয়ে ছবি আঁকেন। তিনি জানান, '৬ বছর বয়স থেকেই এই আঁকা শুরু করেন। ২ হাত অকেজো হওয়ায় পা দিয়েই ছবি এঁকেই এই ভাবে বেঁচে আছেন।

নেচার অব দ্যা ক্যানভাসের সদস্য রঙ্গজীব রায় বলেন নেচার অব দ্যা ক্যানভাসের উদ্যোগে দুদিনের এই ইন্টারন্যাশনাল কর্মশালা করা হয়েছে।দেশ বিদেশ ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও আর্ট শিল্পীরা অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code