দিনহাটায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ গুলিবিদ্ধ! চাঞ্চল্য দিনহাটায়
দিনহাটায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার রাত আটটা নাগাদ এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে পুটিমারী এক নং গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ জলের ট্যাংকি সংলগ্ন এলাকায়। জানা গেছে পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষের নাম মিঠুন রাজভর।
এলাকার এক মহিলা জানান, এদিন রাতে হঠাৎই এক বিকট গুলির আওয়াজ শুনতে পান তিনি। এখনই বাড়ির বাইরে বেরিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে রয়েছে। তারপর তাকে তড়িঘড়ি উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। জানা গিয়েছে তার মুখে গুলি লাগে। এদিকে সেখানে আদৌ কোন গুলি চালানোর ঘটনা ঘটেছে কিনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য সমস্তটাই খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ।
এদিকে তার শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কোচবিহারের স্থানান্তরিত করেছে দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসকরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে সেদিন বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিল প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠুন রাজভর সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। দুটি গুলি লেগেছে তার। প্রথমে তাকে দিনহাটা মহাকুমা হাসপাতালে ভর্তি করানো হয় এবং পরবর্তীতে কোচবিহারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তবে কারা কি কারনে এই গুলি চালালো গোটাটাই রহস্য রয়েছে এখনো পর্যন্ত।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊