Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁড়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁড়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee


মালদা:

ভোট চাইতে আসিনি, আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছি।এসআইআর আবহে মালদহ থেকে বাংলার মানুষকে আশ্বাসবার্তা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর স্পষ্ট বক্তব্য, ”কেউ ভয় পাবেন না, ভীত হবেন না। নিশ্চিন্তে থাকুন।” এমনকী কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলেও অভয়বার্তা মুখ্যমন্ত্রীর।

তিনি বলেন,”ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না। কারও নাম বাদ যাবে না।” এই ইস্যুতে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ”এসআইআরের নামে গণবন্দি করা হচ্ছে। মানুষ এর জবাব দেবে” অন্যদিকে এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী।

বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর ইস্যুতে ক্রমশ চড়ছে বঙ্গ রাজনীতি। এর মধ্যেই আজ মালদহের গাজোলে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একদিকে এসআইআর নিয়ে মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন, একই সঙ্গে কেন্দ্রকেও তোপ দাগেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমি ভোট চাইতে আসিনি। যে দুশ্চিন্তা রয়েছে, তা দূর করতে এসেছে। সকলকে বলতে চাই, নিশ্চিন্তে থাকুন। কেউ ভয় পাবেন না।”

নিজেকে মানুষের পাহাড়াদার বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ইস্যুতে বিজেপিকে একহাত নিয়ে তিনি আরও বলেন, ”বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁড়েছে।” বাংলা এবং বিহার যে এক নয় তাও এদিন বুঝিয়ে দেন প্রশাসনিক প্রধান। এরপরেও যদি জরুরি অবস্থা জারির চেষ্টা করা হয়, তাহলে মানুষ ক্ষমা করবে না বলেও মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ‘‘আজ দিল্লিতে ক্ষমতায় আছো, কাল থাকবে না।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code