Latest News

6/recent/ticker-posts

Ad Code

জলদাপাড়া জাতীয় উদ্যানে হঠাৎ চিরুনি তল্লাশি

জলদাপাড়া জাতীয় উদ্যানে হঠাৎ চিরুনি তল্লাশি

জলদাপাড়া জাতীয় উদ্যানে হঠাৎ চিরুনি তল্লাশি


রবিবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলদাপাড়া জাতীয় উদ্যানে হঠাৎ চিরুনি তল্লাশি চালানো হয়। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, র‍্যাপিড রেসপন্স টিম এবং বনদপ্তরের কর্তৃপক্ষ মিলে এই অভিযান পরিচালনা করে। নিরাপত্তা জোরদার করতে নামানো হয় বিশেষ ডগ স্কোয়াডও। মূলত কোদালবস্তি, চিলাপাতা, নীলপাড়া ও মাদারিহাট এই চার রেঞ্জ এলাকায় তল্লাশি চলছে। সূত্রের খবর, চোরাশিকারিরা এই অঞ্চলে আস্তানা গেড়েছে। সেই তথ্যের ভিত্তিতেই হাই অ্যালার্ট জারি করে বনদপ্তর।

জঙ্গল ও জঙ্গল লাগোয়া এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। যাতায়াত করা গাড়িগুলিতেও তল্লাশি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে এবং তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও সন্দেহজনক গতিবিধি চোখে পড়লে বা চোরাশিকারিদের সন্ধান পেলে যেন তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে খবর দেন। 

জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভিন কাসোয়ান জানিয়েছেন, “মূলত চারিটি রেঞ্জে তল্লাশি অভিযান চলছে। জঙ্গল লাগোয়া বাসিন্দাদেরও সচেতন করা হচ্ছে। তারা চোরাশিকারিদের সন্ধান পেলে বা কোনও সন্দেহজনক গতিবিধি লক্ষ করলে যেন তৎক্ষণাৎ আমাদের খবর দেয়।”

সপ্তাহখানেক আগে বনদপ্তর পাচার রোধ ও মানুষ-বন্যপ্রাণী সংঘাত কমাতে বড় পদক্ষেপ নেয়। চালু করা হয় আধুনিক ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, যা নজরদারি আরও শক্তিশালী করেছে। এর পরই রবিবার গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এই পদক্ষেপে বনদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে জলদাপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code