Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় রদবদল উচ্চ মাধ্যমিক পরীক্ষায়! পরীক্ষার্থীদের দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট

বড় রদবদল উচ্চ মাধ্যমিক পরীক্ষায়! পরীক্ষার্থীদের দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট

wbchse


উচ্চমাধ্যমিক পরীক্ষায় বড়সড় রদবদল করলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হাইয়ার সেকেন্ডারি এডুকেশন। চতুর্থ ও তৃতীয় সেমিস্টার (সাপ্লিমেন্টারি) পরীক্ষার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় পেতে চলেছে পড়ুয়ারা এমনটাই খবর। যদিও সূত্রের খবর এখনোও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। সবটা নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। বিকাশ ভবনে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে খবর।

তৃতীয় সেমেস্টার পরীক্ষার সময় অনেকেই সময়ের অভাবের অভিযোগ তুলেছিল। মূলত হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্ক পরীক্ষাতেই সমস্যার মুখোমুখি হয়েছিল পড়ুয়ারা। তারই প্রেক্ষিতে ১০ মিনিট অতিরিক্ত সময় পরীক্ষার সময় দেওয়ার ব্যবস্থা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার সময়ে ও নিয়মে কোনো পরিবর্তন হবে না তবে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগেই প্রশ্নপত্র ও উত্তরপত্র পেয়ে যাবে পরীক্ষার্থীরা।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষার সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। তৃতীয় সেমেস্টার ১ ঘন্টা ১৫ মিনিট ও চতুর্থ সেমিস্টার দু'ঘন্টা হবে। পুরনো পরীক্ষার্থীর ক্ষেত্রে কোন‌ও নিয়ম পরিবর্তন হচ্ছে না। তারা ৩ ঘণ্টা ১৫ মিনিটে পরীক্ষা দেবেন।

২০২৬-এর ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার আয়োজিত হতে চলেছে। এই পরীক্ষায় বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষা শুরু সকাল ১০টায়, শেষ হবে দুপুর ১২টায়। কিন্তু পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে, অর্থাৎ ৯.৫০ মিনিটে প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা। চতুর্থ সেমেস্টারের পরীক্ষার দিনেই তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পরের বেলায়। সেক্ষেত্রেও পরীক্ষা শুরু হবে দুপুর ১ থেকে, শেষ হবে ২টো ১৫ মিনিটে। এখানেও ওএমআরশিট দেওয়া হবে পরীক্ষার্থীদের দশ মিনিট আগে অর্থাৎ ১২.৫০ মিনিটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code