Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBBSE Holiday List: ২০২৬ সালে কবে কবে বন্ধ থাকবে স্কুল? তালিকা প্রকাশ করলো পর্ষদ

WBBSE Holiday List: ২০২৬ সালে কবে কবে বন্ধ থাকবে স্কুল? তালিকা প্রকাশ করলো পর্ষদ 

wbbse


২০২৬ সালের মাধ্যমিক স্তরের স্কুলগুলির জন্য ছুটির তালিকা বা ‘Model Holiday List 2026’ প্রকাশ করেছে। পর্ষদের আওতাধীন সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে সারা বছর ধরে কবে কবে ছুটি থাকবে তা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালে মোট ছুটির দিন ধার্য করা হয়েছে ৬৫ দিন।


ছুটির তালিকা:

জানুয়ারি – এপ্রিল পর্ব

১ জানুয়ারি (বৃহস্পতিবার): ইংরেজি নববর্ষ।

১২ জানুয়ারি (সোমবার): স্বামী বিবেকানন্দ জয়ন্তী।

২২ জানুয়ারি (বৃহস্পতিবার): সরস্বতী পূজার আগের দিন।

২৩ জানুয়ারি (শুক্রবার): সরস্বতী পূজা, নেতাজি জন্মজয়ন্তী (বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়, ক্লাস হবে না)।

২৬ জানুয়ারি (সোমবার): সাধারণতন্ত্র দিবস (বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়, ক্লাস হবে না)।

৪ ফেব্রুয়ারি (বুধবার): শবে-বরাত।

১৪ ফেব্রুয়ারি (শনিবার): ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস।

(১৫ ফেব্রুয়ারি – রবিবার): শিবরাত্রি।

৩ মার্চ (মঙ্গলবার): দোলযাত্রা।

৪ মার্চ (বুধবার): হোলি (দোলযাত্রার পরের দিন)।

১৭ মার্চ (মঙ্গলবার): শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস।

২০ মার্চ (শুক্রবার): ইদ-উল-ফিতর এর আগের দিন।

২১ মার্চ (শনিবার): ইদ-উল-ফিতর।

২৬ মার্চ (বৃহস্পতিবার): রাম নবমী।

৩১ মার্চ (মঙ্গলবার): মহাবীর জয়ন্তী।

৩ এপ্রিল (শুক্রবার): গুড ফ্রাইডে।

১৪ এপ্রিল (মঙ্গলবার): ডঃ বি.আর. আম্বেদকরের জন্মদিবস।

১৫ এপ্রিল (বুধবার): বাংলা নববর্ষ।


মে – আগস্ট পর্ব

১ মে (শুক্রবার): মে দিবস, বুদ্ধ পূর্ণিমা ও পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস।

৯ মে (শনিবার): রবীন্দ্র জয়ন্তী।

১১ মে – ১৬ মে (সোমবার – শনিবার): গ্রীষ্মাবকাশ (মোট ৬ দিন)।

২৬ মে (মঙ্গলবার): ইদ-উদ-জোহা (বকরি ইদ)-এর আগের দিন।

২৭ মে (বুধবার): ইদ-উদ-জোহা (বকরি ইদ)।

২৬ জুন (শুক্রবার): মহরম।

১৬ জুলাই (বৃহস্পতিবার): রথযাত্রা।

১৫ আগস্ট (শনিবার): স্বাধীনতা দিবস (বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়, ক্লাস হবে না)।

২৬ আগস্ট (বুধবার): ফতেহা দোয়াজ দাহাম।

২৮ আগস্ট (শুক্রবার): রাখি বন্ধন।


সেপ্টেম্বর – ডিসেম্বর পর্ব

৪ সেপ্টেম্বর (শুক্রবার): জন্মাষ্টমী।

১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): বিশ্বকর্মা পূজা।

২ অক্টোবর (শুক্রবার): গান্ধী জয়ন্তী।

১০ অক্টোবর (শনিবার): মহালয়া।

১৫ অক্টোবর – ১২ নভেম্বর (বৃহস্পতিবার – বৃহস্পতিবার): পূজাবকাশ (মহাচতুর্থী থেকে ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত – রবিবার বাদে মোট ২৫ দিন)।

১৫ নভেম্বর (রবিবার): বিরসা মুন্ডার জন্মদিবস ও ছট পূজা।

১৬ নভেম্বর (সোমবার): ছট পূজা (অতিরিক্ত দিন)।

২৪ নভেম্বর (মঙ্গলবার): গুরু নানকের জন্মদিবস ও পার্শ্বনাথের রথযাত্রা।

২৫ ডিসেম্বর (শুক্রবার): বড়দিন।



বিশেষ দ্রষ্টব্য ও অন্যান্য ছুটি

প্রধান শিক্ষকের বিবেচনাধীন ছুটি: বছরে ১ দিন।

সম্প্রদায়গত ছুটি (Sectional Holidays):

১ ফেব্রুয়ারি (রবিবার): গুরু রবিদাসের জন্মদিন ও বীর চিলারাই-এর জন্মদিবস।

৪ এপ্রিল (শনিবার): ইস্টার স্যাটারডে (খ্রীষ্টান সম্প্রদায়ের জন্য)।

৩০ জুন (মঙ্গলবার): হুল দিবস (আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য)।

করম পূজা: রাজ্য সরকার ঘোষিত দিনেই কার্যকরী হবে।

দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য: ১৩ জুলাই (সোমবার) কবি ভানুভক্তের জন্মদিন ছুটি থাকবে।



পর্ষদ স্পষ্টভাবে জানিয়েছে, ২৩শে জানুয়ারি, ২৬শে জানুয়ারি, ১৫ই আগস্ট, ৫ই সেপ্টেম্বর (শিক্ষক দিবস) এবং ২৬শে সেপ্টেম্বর (বিদ্যাসাগর জন্মদিন) দিনগুলিতে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক। এই দিনগুলিতে যথাযথ মর্যাদা পালন করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code