পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ় জিতল ভারত
অহমদাবাদে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ় জিতল ভারত। অহমদাবাদে প্রথমে ব্যাট করে ২৩১ রান করে ভারত। অর্ধশতরান করলেন তিলক বর্মা ও হার্দিক পাণ্ড্য। রান পেলেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনও।
দুই ওপেনারের দাপটে পাওয়ার প্লে-তে ৬৫ রান করল ভারত। পাওয়ার প্লে-র শেষ ওভারে কর্বিন বশের বলে আউট হলেন অভিষেক। ২১ বলে ৩৪ রান করলেন তিনি। স্যামসন করলেন ২২ বলে ৩৭ রান। কিন্তু সূর্য নামতেই গতি কমে রানের। সাত বলে ৫ রান করে আউট হন সূর্য। তবে দুরন্ত খেললেন হার্দিক। মাত্র ১৬ বলে অর্ধশতরান করলেন হার্দিক। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করলেন তিনি। ২৫ বলে ৬৩ রানের ইনিংস খেললেন ভারতের ডানহাতি অলরাউন্ডার। পাঁচটি চার ও পাঁচটি ছক্কা মারলেন। হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ে তিলকের ইনিংস ঢাকা পড়লেও তিনি নিজের কাজ করলেন। তাঁর ব্যাট থেকে এল ৪২ বলে ৭৩ রান। শেষ দিকে তিন বলে ১০ রান করলেন শিবম দুবে। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩১ রান করল ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২০১ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩০ রানে জিতে যায় ভারত। ১৩ রান করে বরুণ চক্রবর্তীর শিকার হলেন রিজা হেনড্রিক্স। ডি’ককের সঙ্গে ভাল জুটি বাঁধেন ডেওয়াল্ড ব্রেভিস। ৩৫ বলে ৬৫ রান করা ডি’ককে আউট করলেন বুমরাহ। এক ওভারে এডেন মার্করাম ও ডোনোভান ফেরেইরাকে আউট করলেন বরুণ। ডেভিড মিলারের উইকেট গেল অর্শদীপ সিংহের দখলে। ফিলে মার্কো জানসেনকে আউট করেন বুমরাহ। এভাবেই ৮ উইকেট হারিয়ে ২০১-এ থেমে যায় দক্ষিণ আফ্রিকা।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊