PUC ছাড়া আর নয় পেট্রোল, নয়া নিষেধাজ্ঞা
দিল্লির বাতাসে বিষ। বায়ু দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে গোটা শহর কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লির বিজেপি সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম চালু করা হয়েছে, নবম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের নির্দেশ দেওয়া হয়েছে, এবং গ্র্যাপ ৪ (GRAP Stage 4) কার্যকর করা হয়েছে।
তবুও পরিস্থিতির উন্নতি হয়নি। বুধবার রাত ১২টার পর থেকে দিল্লিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাইরের নন-প্রাইভেট গাড়িগুলির উপর, যেগুলির ইঞ্জিন বিএস-৬ নয়। পাশাপাশি, সমস্ত পেট্রল পাম্পে ‘নো পিইউসি, নো ফুয়েল’ নির্দেশ কার্যকর হয়েছে— অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র (PUC) ছাড়া কোনও গাড়িকে জ্বালানি দেওয়া হবে না।
এই নির্দেশ কার্যকর করতে পেট্রল পাম্পে বসানো হয়েছে বিশেষ ক্যামেরা ও ভয়েস অ্যালার্ট সিস্টেম। যানবাহনের তল্লাশির জন্য অতিরিক্ত ৫৮০ জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, এবং ১৩৬টি চেকপয়েন্টে চলছে কড়া নজরদারি। সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও দিল্লি পুরসভা বন্ধ করেছে ৯টি টোল প্লাজা, যাতে যান চলাচল স্বাভাবিক রেখে দূষণ নিয়ন্ত্রণ করা যায়।
দূষণের পাশাপাশি দিল্লি-এনসিআর চত্বরকে ঘিরে ধরেছে ঘন কুয়াশা, যার কারণ পশ্চিমিঝঞ্ঝা। এর ফলে দিল্লি বিমানবন্দরে একাধিক ফ্লাইট দেরিতে চলছে, এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেনও সময়মতো পৌঁছাচ্ছে না। সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা— সকলেই পড়েছেন চরম দুর্ভোগে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊