Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে দুই দিনের সফরে এসে প্রথম দিনে রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহারে দুই দিনের সফরে এসে প্রথম দিনে রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Coochbehar news



সীমান্ত জেলা কোচবিহার, এখানে কড়া নজর রাখতে হবে। আইন-শৃঙ্খলা যেন কোনমতেই বিঘ্নিত না হয়। কোনরকম মাতব্বরি চলবে না। এলাকাকে শান্ত রাখতে হবে। সোমবার কোচবিহার রবীন্দ্র ভবনে এক প্রশাসনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন। তিনি বলেন, রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। রাজ্যের পুলিশকে এত ভীত হলে চলবে না। পুলিশকে প্রো- এক্টিভ হতে হবে। সীমান্ত দিয়ে প্রচুর বেআইনি লেনদেন হচ্ছে। যারা বেশি সমালোচনা করেন, অনেক সময় দেখা যায় তাদেরকেই বেশি লাভবান হতে। আর দোষ চাপানো হয় সাধারণ মানুষের মাথায়। মুখ্যমন্ত্রী এদিন সীমান্তবর্তী জেলাগুলিতে নাকা চেকিং বাড়ানোর পাশাপাশি বেআইনি লেনদেন ও সীমান্ত অতিক্রম রোধে অপারেশন বাড়ানোর উপর জোর দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্য রাজ্য বা কেন্দ্রীয় সংস্থা যেন হঠাৎ করে বাংলার কাউকে গ্রেপ্তার করতে না পারে। অপরাধী হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কিন্তু তা রাজ্যকে জানিয়ে। সাধারণ মানুষ আর অপরাধী এক নয়। যে কেউ যাকে খুশি ক্রিমিনাল বললেই সে ক্রিমিনাল হয় না।

এদিন এই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের আটটি জেলার ২৬১ টি প্রকল্পের উদ্বোধন করেন। এর জন্যে ৭৪৪ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। পাশাপাশি মঞ্চ থেকে রূপশ্রী, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা তুলে দেন মুখ্যমন্ত্রী।

দুদিনের সফরে এদিন মুখ্যমন্ত্রী কোচবিহারে আসেন। এদিন দুপুরে এ বি এন শীল কলেজে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার এসে নামে। সেখান থেকে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী রবীন্দ্র ভবনে পৌঁছান। সেখানে প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী মদনমোহন মন্দিরে যান এবং সেখানে পুজো দেন। সেখান থেকে তিনি সার্কিট হাউসে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code