Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভক্তিভরে মাথায় ফুল ছোয়ানোই কাল! দিনদুপুরে এক অভিনব প্রতারণার শিকার মহিলা

ভক্তিভরে মাথায় ফুল ছোয়ানোই কাল হল মহিলার!

ভক্তিভরে মাথায় ফুল, প্রতারণা, দিনদুপুরে প্রতারণা, মহিলা প্রতারণার শিকার, অভিনব প্রতারণা, বাংলা খবর, সংবাদ


শুক্রবার দিনদুপুরে ঘড়ি মোড় এলাকায় কেনাকাটির উদ্দেশ্যে বেরোনো ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানসী গুপ্তার সঙ্গে প্রথমে এক মধ্যবয়স্ক ব্যক্তি এবং পরে এক যুবক কথাবার্তা শুরু করে। পারিবারিক দুঃখ-কষ্ট ও দেব-দেবী সংক্রান্ত কথার মাধ্যমে তাঁকে বিভ্রান্ত করা হয় বলে অভিযোগ।


অভিযুক্তরা মানসী দেবীকে তাঁর গলার সোনার চেন খুলে ব্যাগে রাখতে বলেন। নিজে খুলতে না পারায় যুবকটি নিজেই চেন খুলে পার্সে ঢুকিয়ে দেয়। এরপর দক্ষিণা হিসেবে সামান্য টাকা নিয়ে একটি ফুল তাঁর হাতে দেয়। ফুলটি মাথায় ছোঁয়ানোর কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ বোধ করলে সেই সুযোগে অভিযুক্তরা তাঁর পার্স নিয়ে পালিয়ে যায়।


পরে স্বাভাবিক অবস্থায় ফিরলে তিনি কান্নায় ভেঙে পড়েন ও চিৎকার শুরু করেন। খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ দোষীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code