Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bagdogra flight cancellation: বাগডোগরায় বিমান বাতিল নিয়ে বিশৃঙ্খলা

Flight Cancel: বাগডোগরায় বিমান বাতিল নিয়ে বিশৃঙ্খলা

Bagdogra flight cancellation, Bangalore flight cancelled, passenger trouble Bagdogra, Indigo flight issue, Bagdogra airport chaos, flight cancellation India, passenger complaints Bagdogra, Bangalore bound flight cancelled

বাগডোগরা বিমানবন্দরে বুধবার ও বৃহস্পতিবার টানা দু’দিন একই ব্যাঙ্গালোরগামী ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দেয়। বুধবার দুপুর সাড়ে বারোটার ফ্লাইটটি হঠাৎ বাতিল করে দেওয়া হয়। যাত্রীদের জানানো হয়, পরদিন সকাল ৯টা ২০ মিনিটের ফ্লাইটে তাদের পাঠানো হবে। কিন্তু বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে পৌঁছেই যাত্রীরা আবারও জানতে পারেন—সেই ফ্লাইটটিও বাতিল করা হয়েছে।

যাত্রীরা অভিযোগ করেছেন, বিমান বাতিল হলেও কোনও স্পষ্ট কারণ জানায়নি সংস্থার কর্মীরা। কাউন্টারে বারবার জানতে চাইলে “প্রযুক্তিগত সমস্যা” বলে এড়িয়ে যাওয়া হয়েছে। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর যাচ্ছিলেন এমন কয়েকজন যাত্রী জানিয়েছেন, বারবার ফ্লাইট বাতিলের কারণে তাদের চিকিৎসার সময়সূচি সম্পূর্ণ বদলে গেছে, যা জীবনঝুঁকির সমান।

কর্মসূত্রে যাত্রা করা অনেকেই জানিয়েছেন, অতিরিক্ত খরচ, থাকার সমস্যা এবং সময় নষ্টের কারণে তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এই সমস্যা শুধু বাগডোগরায় সীমাবদ্ধ নয়। ডিসেম্বরের শুরুতে ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো একাধিক বিমান বাতিল করেছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদসহ বিভিন্ন বিমানবন্দরে কয়েকশো ফ্লাইট বাতিল হয়েছে। নতুন Flight Duty Time Limitation (FDTL) নিয়ম এবং ক্রু সংকটকে কেন্দ্র করে সংস্থার কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। বেঙ্গালুরু বিমানবন্দরে একদিনে ৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code