Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইতিহাস গড়ে বিশ্বজয় ভারতের মেয়েদের, প্রথমবার বিশ্বকাপ জিতল ‘উইমেন ইন ব্লু’

ইতিহাস গড়ে বিশ্বজয় ভারতের মেয়েদের, প্রথমবার বিশ্বকাপ জিতল ‘উইমেন ইন ব্লু’

World Cup


ইতিহাস গড়ে বিশ্বজয় ভারতের মেয়েদের, ফাইনালে ৫২ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। এই প্রথমবার বিশ্বকাপ জিতল ‘উইমেন ইন ব্লু’।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলফার্ট টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। বৃষ্টিতে ভেজা উইকেটে ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা সতর্ক শুরু করলেও ধীরে ধীরে হাত খোলা শুরু করেন। দু’জনের জুটিতে দল পৌঁছে যায় ১৮ ওভারে ১০০ রানে। ঠিক তখনই ছন্দপতন— ৪৫ রানে ফেরেন স্মৃতি, ক্যাচ দিয়ে আউট হন ক্লোয়ি ট্রায়নের বলে।




স্মৃতির বিদায়ের পর ইনিংস টেনে নিয়ে যান শেফালি। চোট নিয়ে খেলেও তাঁর ব্যাটে আসে ঝলমলে ৮৭ রান। সেঞ্চুরি না পেলেও দলের রানভিত্তি তৈরি করে দেন তিনি। তবে তাঁর পরের ব্যাটাররা সুবিধা করতে পারেননি। সেমিফাইনালের নায়িকা জেমাইমা রডরিগেজ করেন ২৪, অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ২০ রান। রানের গতি তখন মন্থর হয়ে যায়।




সেই সময় ম্যাচের মোড় ঘোরানোর দায়িত্ব নেন রিচা ঘোষ। ২৪ বলেই ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে রানের গড় বাড়িয়ে দেন। তবে তাঁকে এত নিচে, ৭ নম্বরে নামানো নিয়েও প্রশ্ন উঠেছে। দীপ্তি শর্মা ফিফটি করেন বটে, কিন্তু সচেতন ব্যাটিংয়ের কারণে রান তুলতে বাড়তি ঝুঁকি নেননি তিনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ভারত থামে ২৯৮ রানে।

দক্ষিণ আফ্রিকার রানতাড়ার আসল ভরসা ছিলেন লরা উলফার্ট। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালেও তুলে নিলেন সেঞ্চুরি। ভারতের কোনও বোলারই শুরুতে তাঁকে চাপে ফেলতে পারেননি। ওপেনিং জুটি ভাঙলেও লরা সুনে লুসকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন একটানা। ঠিক তখনই হরমনপ্রীত কৌর আক্রমণে আনলেন শেফালি বর্মাকে ব্যাটে সেঞ্চুরি মিস করলেও, বল হাতে পরপর উইকেট তুলে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি।

রাধা যাদবের ওভারে ১৭ রান পড়ে, ডের্কসেন ঝড় তুললেন, আর লরা ছুঁয়ে ফেললেন সেঞ্চুরি। ম্যাচ যেন ভারতের হাতছাড়া! কিন্তু নাটকীয় মোড়, দীপ্তি শর্মার বলে লরার ক্যাচ আকাশে তুললেন ডের্কসেন। তিনবার প্রচেষ্টায় ক্যাচটি নিয়েই ফেললেন অমনজ্যোত। সেই মুহূর্তেই বদলে গেল ম্যাচের হাওয়া।

লরা (১০১) আউট হতেই দক্ষিণ আফ্রিকার রানতাড়ার গতি ভেঙে পড়ে। দীপ্তি শর্মা ব্যাটে হাফসেঞ্চুরির পাশাপাশি বল হাতে তুলে নেন ৫টি উইকেট। শেষ পর্যন্ত ভারত নিশ্চিত করে জয়ের পথ। স্মৃতি, হরমনপ্রীতদের হাত ধরে ফাইনালেও শাপমুক্তি, বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code