Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভেটাগুড়িতে DYFI-এর উদ্যোগে সুকান্তের জন্ম শতবর্ষে ছাত্র-যুব উৎসব

ভেটাগুড়িতে DYFI-এর উদ্যোগে সুকান্তের জন্ম শতবর্ষে ছাত্র-যুব উৎসব 

DYFI


DYFI ভেটাগুড়ি নিগমনগর লোকাল কমিটির উদ্যোগে রবিবার ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রি উচ্চ বিদ্যালয়ে সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে অনুষ্ঠিত হলো ছাত্র-যুব উৎসব। এদিনের এই উৎসবে ছিল একগুচ্ছ আয়োজন। কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং প্রবন্ধ রচনা।

এদিন এই উৎসবকে ঘিরে বেশ উন্মাদনা দেখা গেল। কচিকাঁচারা তাঁদের সুক্ষ্ম তুলির টানে ফুঁটিয়ে তোলে নানান চিত্র। এরপর আবৃত্তি প্রতিযোগিতাতেও সুন্দর উপস্থাপন। নৃত্যের তালে নজর কাড়ে প্রতিযোগিরা। সব মিলিয়ে এক সুন্দর অনুষ্ঠান হয় এদিন।


আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI কোচবিহার জেলা সভাপতি মানস বর্মন, রাজ্য কমিটির সদস্য সুমনা আহমেদ, লোকাল কমিটির সম্পাদক সৌভিক দে সভাপতি আতাউর রহমান, প্রাক্তন যুব নেতা উৎপল আচার্য,মিলন শীল,অভিনব রায়,শোভন লাল দে,উজ্জ্বল গুহ প্রমুখ।


লোকাল কমিটির সম্পাদক সৌভিক দে জানান, সুকান্ত ভট্টাচার্যের সীমিত জীবনে তাঁর লেখনীতে যে বার্তা দিয়ে গেছেন এই সময়ে দাঁড়িয়ে বর্তমানের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছাত্র যুব সমাজকে সেই বার্তা দিতেই রাজ্য জুড়ে ছাত্র-যুব উৎসব করার সিদ্ধান্ত হয় সেই মতোই আমরাও ছাত্র যুব উৎসব করছি। কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code