Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ যাত্রী বোঝাই টোটো পড়ল নদীতে

নিয়ন্ত্রণ হারিয়ে শিশুসহ যাত্রী বোঝাই টোটো পড়ল নদীতে

Tufanganj accident  Raydak River accident  Toto falls into river  Passenger toto accident  Tufanganj road safety  Two month old baby rescued  Mother and grandmother injured


তুফানগঞ্জ, ১১ নভেম্বর, ২০২৫: 

নিজস্ব সংবাদদাতা: ডাক্তার দেখাতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল এক যাত্রী বোঝাই টোটো। তুফানগঞ্জ শহরের ৬ নং ওয়ার্ডের রায়ডাক ব্রিজ সংলগ্ন বাঁধের পার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি সরাসরি রায়ডাক নদীতে এসে পড়ে। এই ঘটনায় দুই মাসের এক শিশু রক্ষা পেলেও তার মা ও দিদা গুরুতর জখম হয়েছেন।

তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের কাশিয়াবাড়ী এলাকার বাসিন্দা সরস্বতী বর্মন তাঁর দুই মাসের সন্তান এবং মা মিনতি বর্মনকে সঙ্গে নিয়ে টোটোতে করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ডাক্তার দেখাতে আসছিলেন। ৬ নং ওয়ার্ডের বাঁধের পার এলাকায় পৌঁছাতেই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক সূত্রে জানা যায়, একটি স্কুটিকে সাইড দিতে গিয়ে টোটো চালক নিয়ন্ত্রণ হারান। তবে, আহত শিশুর মা সরস্বতী বর্মনের দাবি ভিন্ন। তিনি জানান, বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি টোটোকে সাইড দিতে গিয়ে তাঁদের টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার সময় দুই মাসের শিশুটি তার দিদা মিনতি বর্মনের কোলে ছিল। নদীতে টোটোটি উল্টে যাওয়ার মুহূর্তে উপস্থিত বুদ্ধির জোরে মিনতি দেবী সন্তানটিকে তার মা সরস্বতী বর্মনের হাতে তুলে দেন। ফলস্বরূপ, শিশুটির কোনো ক্ষতি হয়নি, যা কার্যত অলৌকিক বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনায় আহত হয়েছেন সরস্বতী বর্মন ও মিনতি বর্মন। প্রাথমিক চিকিৎসার পর সরস্বতী বর্মনকে ছেড়ে দেওয়া হলেও মিনতি বর্মনের আঘাত গুরুতর হওয়ায় তিনি বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত টোটোটিকে উদ্ধার করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code