Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC GROUP C & D: গ্রুপ সি ও গ্রুপ ডি-র 'অযোগ্য' তালিকা প্রকাশ এসএসসির, রয়েছে কাদের নাম?

SSC GROUP C & D: গ্রুপ সি ও গ্রুপ ডি-র 'অযোগ্য' তালিকা প্রকাশ এসএসসির, রয়েছে কাদের নাম?

ssc nts



আজ প্রায় ৩৫০০ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করলো এসএসসি। এদিকে আজ থেকেই স্কুলে শিক্ষাকর্মী নিয়োগে অনলাইনে আবেদন শুরু। এর মধ্যেই  অযোগ্যদের তালিকা প্রকাশ করবে কমিশন। আদালতের নির্দেশে অযোগ্যরা কেউ পরীক্ষায় বসতে পারবেন না, সেই সূত্রেই তালিকা প্রকাশ। এমনটাই জানা যাচ্ছে।

উল্লেখ্য, এটিই প্রথমবার নয় এসএসসি এর আগেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কমিশন একই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএসসির তালিকা অনুযায়ী শিক্ষাকর্মী পদে ‘অযোগ্য’ হিসাবে সাব্যস্ত হয়েছেন ৩,৫১২ জন। এসএসসি তরফ থেকে গ্রুপ-সি ও গ্রুপ-ডি-এর জন্য আলাদা আলাদা ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করা হয়েছে। গ্রুপ-সিতে ১১৬৩ জন ও গ্রুপ-ডিতে ২৩৪৯ ‘অযোগ্য’ রয়েছেন বলে জানানো হয়েছে। 


উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ C, গ্রুপ D-র কর্মীদের। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code