Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Protest: সল্টলেকে উত্তাল চাকরি আন্দোলন, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, উত্তেজনা চরমে

SSC Protest: সল্টলেকে উত্তাল চাকরি আন্দোলন, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, উত্তেজনা চরমে

SLST job protest, Saltlake police clash, SSC recruitment protest, SLST new candidates, Saltlake Central Park protest, Bidhannagar police action, SSC 10 marks controversy, teacher recruitment protest Kolkata, SLST interview protest, SLST 2025 agitation, Kolkata job aspirants protest, police remove protesters metro, Saltlake job protest video, SLST movement news, SSC recruitment news Bengal


কলকাতা, ১৭ নভেম্বর:

সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত রাজপথে ফের উত্তাল চাকরি প্রার্থীদের আন্দোলন। SLST-এর নতুন চাকরিপ্রার্থীরা এদিন সকাল থেকেই মিছিল করে সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান-বিক্ষোভে বসেন। তাঁদের মূল অভিযোগ, শিক্ষক নিয়োগে অভিজ্ঞতার জন্য বরাদ্দ ১০ নম্বর নিয়ে গুরুতর অনিয়ম হয়েছে। এই ইস্যুতে তাঁরা বারবার ডেপুটেশন দিলেও কোনও সদুত্তর মেলেনি SSC-র তরফে। অবশেষে তাঁরা রাজপথে নামেন।

বিকেল গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, চাকরি প্রার্থীদের চ্যাংদোলা করে ভ্যানে তোলা হয়। এরপর তাঁদের ঠেলতে ঠেলতে মেট্রো স্টেশনের ভিতরে নিয়ে যাওয়া হয়, যাতে তাঁরা আবার বাইরে এসে অবস্থান-বিক্ষোভে না বসতে পারেন। মেট্রো স্টেশনের দরজা আগলে দাঁড়িয়ে পড়ে পুলিশ। আন্দোলনকারীদের ভাষায়, “এটা নজিরবিহীন, এ রাজ্যের লজ্জা।”

এক আন্দোলনকারী বলেন, “আমরা আজকে সেইভাবে প্রস্তুত হয়ে আসিনি। সবাই পৌঁছাতে পারিনি। কিন্তু আজকের ঘটনার পর আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি। আমরা চেয়েছিলাম রাজপথে থেকে সরকারকে আমাদের দাবি জানাতে, কিন্তু পুলিশ আমাদের তুলে দিয়েছে।”

তাঁদের আরও অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগে স্বচ্ছতা থাকা উচিত। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। তাঁরা চান, সরকার তাঁদের কথা শুনুক এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনুক।

বিধাননগরের ডিসি জানান, “এখানে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ আছে—ল অ্যান্ড অর্ডার যেন লঙ্ঘিত না হয়। আমরা আন্দোলনকারীদের তা দেখিয়েছি। কিন্তু ওনারা সরতে চাইছিলেন না। তখন বাধ্য হয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। রাস্তা ও ফুটপাতের একটা নির্দিষ্ট ব্যবহার আছে। ওনারা বলছিলেন আরও লোক আনবেন, সেটা তো আইন লঙ্ঘন।”

আন্দোলনকারীদের একাংশের দাবি, সামনে নির্বাচন। এই আন্দোলন সরকারকে বার্তা দেবে—চাকরি চুরির দায় সরকারকে নিতেই হবে। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দিনে আরও বড় জমায়েত হবে।

সল্টলেকে চাকরি প্রার্থীদের আন্দোলন ঘিরে ফের উত্তেজনা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, মেট্রো স্টেশনে ঠেলে তোলা, রাজপথে বারবার ফিরে আসা—সব মিলিয়ে পরিস্থিতি জটিল। নিয়োগে স্বচ্ছতা ও অভিজ্ঞতার নম্বর নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনকারীরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code