'সত্যের জয় হবেই'— জেলমুক্তির পর প্রথমবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
তিন বছর তিন মাস ১৯ দিন পর অবশেষে নিজের বাড়িতে ফিরলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর দীর্ঘ আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার পর সিবিআই আদালত তাঁর জামিন মঞ্জুর করে।
মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে বাইপাসের ধারের হাসপাতাল থেকে হুইলচেয়ারে চেপে বেরিয়ে আসেন পার্থ, মুখে নীল মাস্ক, পরনে নীলের উপর সাদা ফুলছাপ পাঞ্জাবি। তাঁকে ঘিরে তখন হাসপাতাল চত্বরে অনুগামীদের উচ্ছ্বাস— “পার্থদা জিন্দাবাদ” স্লোগানে মুখর চারপাশ। আবেগে কেঁদে ফেলেন পার্থ, যদিও সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কিছু বলেননি।
বাড়ি ফেরার মুহূর্তে পার্থের পাশে ছিলেন ভাই, ভাইয়ের স্ত্রী ও কন্যা। নাকতলার বাড়িতে পৌঁছেই প্রয়াত মামা, গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করেন তিনি। বাড়ির সামনেও অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ”।
জেলমুক্তির পর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে পার্থ বলেন, “আইনের প্রতি আস্থাশীল ছিলাম। প্রাথমিক পর্যায়ে সেই সত্যের জয় হয়েছে। আগামী দিনে সত্যের জয় হবে।” একই সঙ্গে তিনি বলেন, “আমি বেহালা পশ্চিমের মানুষের কাছে দায়বদ্ধ। যাঁরা আমাকে সৎ মানুষ মনে করে পর পর পাঁচ বার নির্বাচনে জিতিয়েছেন, আমি তাঁদের কাছেই বিচার চাইতে যাব।”
পার্থ চট্টোপাধ্যায় ২০০১ সাল থেকে বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক, টানা পাঁচবার জয়ী। তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা, তবে তিনি এখনো প্রকাশ্যে কোনও রাজনৈতিক মন্তব্য করেননি।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊