Latest News

6/recent/ticker-posts

Ad Code

'একজন হিন্দুও SIR-এ ভোটার তালিকা থেকে বাদ যাবে না', নিজের নাগরিকত্ব নিয়ে কি বললেন নিশীথ?

'একজন হিন্দুও SIR-এ ভোটার তালিকা থেকে বাদ যাবে না', নিজের নাগরিকত্ব নিয়ে কি বললেন নিশীথ?

Nishit Pramanik


আজ একটি পুরোনো খুনের মামলায় হাজিরা দিতে দিনহাটা আদালতে হাজির হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'একজন হিন্দুরও SIR-এ ভোটার তালিকা থেকে বাদ যাবে না'।

নিজের নাগরিকত্ব নিয়ে নিশীথ প্রামাণিক বলেন, দিনহাটা হাই স্কুলে যাবেন, ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রি উচ্চ বিদ্যালয়ে গিয়ে রেজিস্টারটা দেখবেন বুঝতে পারবেন সেখানে আছে কিনা। কে কি বলছে না বলছে সেটা বড় কথা না কি প্রমাণিত হবে সেটা বড় কথা। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যারা এরকম কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাঁরা আসলে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে।

তিনি আরো বলেন, SIR এর ফলে অবৈধভাবে বসবাস করছে একজনও তাঁরা থাকতে পারবে না। যারা ভারতবর্ষকে ভালোবেসে, এই মাটিতে জন্মগ্রহণ করে যারা এখানে বড় হয়েছে যাদের অধিকার রয়েছে তাঁদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যেমন অবৈধ অনুপ্রবেশকারীদের মান্যতা দেওয়া হবে না তেমনি পাশাপাশি যারা হিন্দুরা, বিভিন্ন দেশ থেকে ধর্মীয় ভাবে প্রতারিত হয়ে ভারতে এসেছে তাঁদের একজনেরও নাম বাদ যাবে না। তাঁদের জন্য CAA রয়েছে। বহু লোক আবেদন করছে খুব তাড়াতাড়ি নাগরিকত্ব পাবে। অনেকেই পেয়েও গেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code