গঠিত হল দিনহাটা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি
অবশেষে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো দিনহাটা প্রেস ক্লাবের। নিয়ম মেনে ক্লাবের কমিটি গঠনের জন্য নির্বাচন প্রক্রিয়া আরম্ভ হয়। গত ২৬ শে অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার দিন সভাপতি, সহ সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক, কোষাধ্যক্ষ পদে একজন করে মনোয়ন জমা করায় বিনা নির্বাচনেই জয়ী হন সকলেই। কিন্তু এক্সিকিউটিভ মেম্বারের দুইটি পদে মনোনয়ন জমা পড়ে পাঁচ জনের। ফলে দুইজন ইসি সদস্যের জন্য ৯ই নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলো প্রেস ক্লাবেই।
টান টান উত্তেজনাপূর্ণ ছিল ভোট গ্রহন পর্ব। একে একে প্রত্যেক সদস্যই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। এরপরেই হয় গণনা। পুরো নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয় কোচবিহার প্রেস ক্লাবের অনুপম সাহা, মাইনুদ্দিন চিস্তি ও আইনজীবী অজিত কুমার দাসের উপস্থিতিতে। ইসি পদের জন্য পাঁচ জন প্রার্থী ছিলেন আলিমুল হক, রাহুল দেব বর্মন, রেহান খন্দকার, সমীর হোসেন ও রবিউল হোসেন। পাঁচ জন প্রার্থীর মধ্যে রেহান খন্দকার ও সমীর হোসেন বিপুল ভোট পেয়ে জয়ী হন।
জয়ের হাসি হেসে দুজনেই জানায় আগামীদিনে প্রেস ক্লাবের জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাবে। সাংবাদিকদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন সভাপতি রাজীব বর্মন। উল্লেখযোগ্য ভাবে বিদায়ী কমিটির তিনজন এই নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে বহাল রয়ে গেলেন হরিপদ রায়, কোষাধ্যক্ষ পদে বহাল রইলেন প্রসেনজিৎ সাহা। অন্যদিকে ইসি সদস্য থেকে এবার সহ সম্পাদকের দায়িত্বে তনুময় দেবনাথ। নির্বাচন ঘিরে বেশ উন্মাদনা ছিল সকলের মধ্যেই। সকলেই নির্বাচনের মাধ্যমে দুই সদস্য নির্বাচন নিয়ে খুশি।
দিনহাটা প্রেস ক্লাবের কমিটি
সভাপতি: রাজীব বর্মন
সহ সভাপতি: হিতেন বর্মন
সম্পাদক: হরিপদ রায়
সহ সম্পাদক: তনুময় দেবনাথ
কোষাধ্যক্ষ: প্রসেনজিৎ সাহা
কার্যকরী সদস্য: সমীর হোসেন ও রেহান খন্দকার
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊