Latest News

6/recent/ticker-posts

Ad Code

বর্ধমান আদালতে আইনজীবীদের পেন ডাউন, সমস্যায় আসামিরা!

বর্ধমান আদালতে আইনজীবীদের পেন ডাউন, সমস্যায় আসামিরা

Burdwan


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

দীর্ঘদিন ধরে বর্ধমান আদালতের সিভিল ডিপার্টমেন্টর জুনিয়র ডিভিশনে কোনো জর্জ সাহেব না থাকায় মঙ্গলবার থেকে শনিবার বার পর্যন্ত পেন ডাউন কর্মসূচি পালন করেন বর্ধমান আদালতের আইনজীবীরা।আর এতেই চরম সমস্যায় পরেন আদালতে আসা আসামীরা। মঙ্গলবার থেকে পেন ডাউন শুরু করেন তাঁরা।

গতকাল সংগঠনের সদস্যরা সভা করে পেন ডাউন করার সিদ্ধান্ত নেন। বর্ধমান আদালতের আইনজীবী তথা বর্ধমান বার এসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন সিভিল ডিপার্টমেন্টের জুনিয়র ডিভিশনে কোনো জর্জ সাহেব নেই শুধু তাইই নয় ক্রিমিনাল ডিপার্টমেন্টে ছয়জনের মধ্যে তিনজন বিচারক নেই, এবং পুলিশ ফাইলে চুরান্ত অব্যবস্থা চলছে। প্রায় দুই আড়াই হাজার রেকর্ডের পাত্তা পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে অথচ মাঝখান থেকে রেকর্ড বেড়িয়ে গিয়ে মক্কেলের ওয়ারেন্ট হয়ে যায়।পরে আমরা জানতে পারছি মক্কেলের ওয়ারেন্ট হয়েছে।এই সমস্ত অব্যবস্থার জন্য এই পেন ডাউন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code