বাউল গানের মাধ্যমে সচেতনতার বার্তা সিভিক ভলেন্টিয়ারের
মানুষকে সচেতন করতে নিজের লেখা বাউল গান গাইলেন বীরভূমের এক সিভিক ভলেন্টিয়ার লক্ষণ আঢ্য। তিনি খয়রাশোল এলাকার সিভিক ভলেন্টিয়ার কিন্তু দুবরাজপুর ট্রাফিকে তিনি কর্মরত রয়েছেন। হাতে দোতারা নিয়ে বাউল গান গেয়ে মানুষকে সচেতন করছেন তিনি। এমনই চিত্র দেখা গেল দুবরাজপুরের দরবেশ মোড়ের কাছে।
আজ দুবরাজপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে পথ সচেতনতা বার্তা দিতে একটি কর্মসূচির আয়োজন করা হয়। দুবরাজপুরের দরবেশ মোড়ের কাছে রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে সাধারণ মানুষকে সচেতন করতে বাউল গানের মাধ্যমে হেলমেটের প্রয়োজনীয়তা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো, গাড়ি চালালে লাইসেন্স ও কাগজপত্র সঙ্গে রাখা সহ ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়া হয় এই গানের মাধ্যমে। দুর্ঘটনা রুখতে বীরভূম জেলা পুলিশ বিভিন্ন পন্থা অবলম্বন করে চলেছে। তবে এবার বাউল গানের মাধ্যমে এক অভিনব কায়দায় পথ নিরাপত্তা নিশ্চিত করতে মানুষকে সচেতন করা হলো দুবরাজপুরে। বাউল গান নিয়ে মানুষকে সচেতন করা এই ভাবনা ট্রাফিক ওসি সন্তু ব্যানার্জির।
তিনি জানান, আমি যখন জানতে পারলাম আমাদের সিভিক ভলেন্টিয়ার লক্ষণ আঢ্য বাউল গান করে। তাই তাঁকে বললাম পথ নিরাপত্তা নিয়ে একটি গান লিখতে। দুদিনের মধ্যে সে এই গান তৈরি করেছে। আমরা মানুষকে বিভিন্নভাবে সচেতন করেছি। ফেসবুক, ইউটিউবে দেখেছি বহু জায়গায় বিভিন্ন বিষয়ে পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। তাই আমরা বাউল গানের মাধ্যমে আজকে সচেতন করলাম।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊