Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চমাধ্যমিকের থার্ড সিমেস্টারের ফলপ্রকাশ, প্রথম ১০-এ ৬৯ জন

উচ্চমাধ্যমিকের থার্ড সিমেস্টারের ফলপ্রকাশ, প্রথম ১০-এ ৬৯ জন

hs result


আজ প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের থার্ড সিমেস্টারের ফল। এবছর পাসের হার- ৯৩.৭২%, গত বছর ছিল- ৯০.৭৯%। পাসের হারে এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা। পাসের হারে দ্বাদশ স্থানে কলকাতা. বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ।

প্রথম দশে রয়েছে ৬৯ জন পড়ুয়া। এদের মধ্যে রয়েছে তিন জন ছাত্রী, বাকি সবাই ছাত্র।

প্রথম হয়েছে ২ জন, পেয়েছে ৯৮.৯৭ শতাংশ। প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা যুগ্ম প্রথম স্থান অধিকার করেছে। ২ জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলের ছাত্র।

দ্বিতীয় হয়েছে ১০ জন, সবাই পেয়েছে ৯৮.৯৫ শতাংশ

৯৮.৯২ শতাংশ পেয়ে তৃতীয় হয়েছে সোহম ভৌমিক। সোহম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।

মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দীপান্বিতা পাল, দৌলতপুর হাইস্কুলের পড়ুয়া পেয়েছে ৯৮.৪ শতাংশ।

৯৭.৫০ শতাংশ পেয়ে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারে অষ্টম হয়েছে গোলাম ফয়জল। গোলাম বাণিজ্য শাখার পড়ুয়া হিসেবে প্রথম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code