Latest News

6/recent/ticker-posts

Ad Code

“SIR আতঙ্কে” আত্মহত্যা প্রবীণের, ইলামবাজারে চাঞ্চল্য

“SIR আতঙ্কে” আত্মহত্যা প্রবীণের, ইলামবাজারে চাঞ্চল্য

SIR


ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে— এই আশঙ্কা থেকেই ‘বাংলাদেশে ফেরত যেতে হবে’ আতঙ্কে আত্মঘাতী হলেন ৯৫ বছরের এক প্রবীণ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের ইলামবাজারে। মৃতের নাম ক্ষিতীশ মজুমদার (৯৫), পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। কয়েক মাস ধরে মেয়ের বাড়িতে ছিলেন ইলামবাজারে।

পরিবারের অভিযোগ, সম্প্রতি এলাকায় “SIR আতঙ্ক” ছড়িয়ে পড়েছে। ভোটার তালিকা যাচাইয়ের নামে লোকের বাড়ি বাড়ি গিয়ে নাম খোঁজাখুঁজি করা হচ্ছে। অনেকেই বলছেন, নাম না থাকলে বাংলাদেশে ফেরত যেতে হবে। এই গুজবেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরিবারের সদস্যদের কাছে তিনি বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন, “আমার নাম যদি না থাকে? আমাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়?”

বুধবার সকালে ঘরের দরজা বন্ধ অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। ইলামবাজার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, “বাবা খুবই চিন্তিত ছিলেন। বারবার বলছিলেন, সবাই বলছে নাম না থাকলে বাংলাদেশে পাঠাবে। এই ভয়ই শেষ করে দিলো তাঁকে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, “এটি সম্পূর্ণ গুজব। ভোটার তালিকা পর্যালোচনা একটি নিয়মিত প্রক্রিয়া। নাগরিকত্ব নিয়ে কারও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”

তবুও, এলাকায় প্রবীণের আত্মহত্যার ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code