বিসর্জন ঘাটে তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ পৌরকর্মীরা, দিনহাটায় পথ অবরোধ
দিনহাটা, ৪ অক্টোবর (শনিবার): প্রতিমা নিরঞ্জনের কাজে গিয়ে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেনের হাতে হেনস্তা ও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন দিনহাটা পৌরসভার কর্মীরা। এই ঘটনায় পুলিশের 'নীরব দর্শকের' ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। উপযুক্ত সুরাহার দাবিতে শনিবার সকাল ১০টা নাগাদ দিনহাটা হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পৌরকর্মীরা, যা নিয়ে দিনহাটা শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, গতকাল রথবাড়ি ঘাটে প্রতিমা নিরঞ্জনের কাজ করছিলেন দিনহাটা পৌরসভার কর্মীরা। অভিযোগ, সেই সময় জেলা পরিষদ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা নূর আলম হোসেন মদ্যপ অবস্থায় সেখানে এসে পৌরকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এমনকি তিনি কয়েকজন কর্মীকে ধাক্কাও দেন বলে অভিযোগ উঠেছে।
পৌরকর্মীরা আরও অভিযোগ করেন, যখন এই ঘটনা ঘটছিল, তখন ঘটনাস্থলে পুলিশ প্রশাসন উপস্থিত থাকা সত্ত্বেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। বরং তারা 'নীরব দর্শকের' ভূমিকা পালন করেছে। এই ঘটনায় পৌরসভার কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বিসর্জন ঘাটের এই ঘটনার প্রেক্ষিতে দোষী তৃণমূল নেতার বিরুদ্ধে উপযুক্ত সুরাহা এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে পৌরকর্মীরা আজ সকালে পথে নামেন। সকাল ১০টা নাগাদ তাঁরা দিনহাটা হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় তৃণমূল নেতা নূর আলম হোসেনের দোকানের সামনে পথ অবরোধ শুরু করেন। অবরোধের ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারী পৌরকর্মীরা অবিলম্বে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা এবং কর্তব্যরত পুলিশের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান।
তবে এই ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতা নূর আলম হোসেনের কোনো বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। পৌরকর্মীদের এই পথ অবরোধের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে এই ঘটনা নিয়ে নানা আলোচনা চলছে।
দিনহাটা শহরের মানুষের কাছে প্রতিমা নিরঞ্জন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যুক্ত পৌরকর্মীদের সঙ্গে একজন জনপ্রতিনিধির দুর্ব্যবহারের অভিযোগ এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। সাধারণ মানুষ ও পৌরকর্মীরা চাইছেন, দ্রুত ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊