Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভেটাগুড়িতে চার বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ভেটাগুড়িতে চার বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

bhetaguri news, today news, coochbehar news,



দিনহাটা: ভেটাগুড়ির খারিজা বালাডাঙ্গা এবং সংলগ্ন এলাকায় চারজন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ, শুক্রবার দুপুর বারোটা নাগাদ, যা ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, খারিজা বালাডাঙ্গা গ্রামের বিজেপি কর্মী সুমিতা বর্মন, বাইশ গুড়ি এলাকার দীপঙ্কর বর্মন ও সুরজ বর্মন, এবং ব্রহ্মাণের চৌকি এলাকার রাজেশ বর্মন—এই মোট চারজনের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযোগকারীরা জানিয়েছেন, একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদের বাড়িতে চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। শুধু তাই নয়, বাড়ি থেকে মূল্যবান সামগ্রী লুঠ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় বিজেপি কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

যদিও বিজেপি কর্মীদের এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। দিনহাটা ১ নম্বর ব্লক বি কমিটির ব্লক সভাপতি অনন্ত বর্মন এই প্রসঙ্গে জানান, "অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে সেই দোষ তৃণমূলের বিরুদ্ধে দিচ্ছে।"

তাঁর আরও দাবি, তৃণমূল দলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি চক্রান্ত করছে এবং এমন ঘটনা এই এলাকায় নতুন নয়। তৃণমূল নেতা স্পষ্ট করে দেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও কর্মী যুক্ত নন।

সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগের জেরে ভেটাগুড়ির খারিজা বালাডাঙ্গা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code