Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিঙ্গীমারী নদীর মাঝচরে আটকে পড়লেন ২০ জনেরও বেশি কৃষক

সিঙ্গীমারী নদীর মাঝচরে আটকে পড়লেন ২০ জনেরও বেশি কৃষক

Singimari


সিঙ্গীমারী নদীর মাঝচরে আটকে পড়লেন ২০ জনেরও বেশি কৃষক। সিতাই ব্লকের কাজলিকুড়া এলাকায় সিঙ্গিমারী নদীর মাঝচরে রবিবার দুপুর থেকে প্রায় ২০ জনেরও বেশি কৃষক আটকা পড়েছেন। নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় এবং স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তারা তীরে ফিরতে ব্যর্থ হন। রবিবার রাত ১২টা পর্যন্তও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। নিত্যদিনের মত রবিবার সকালে কাজলিকুড়া এলাকার কৃষকেরা সিঙ্গিমারী নদীর চরে কৃষিকাজ করতে যান। আনুমানিক দুপুর দুটোর দিকে নদীর জলস্তর হঠাৎ করেই দ্রুত বাড়তে শুরু করে এবং স্রোত প্রবল হয়ে উঠে। এতে তারা নদীর মাঝখানেই আটকা পড়েন। স্থানীয় সূত্র অনুযায়ী, কৃষকরা বর্তমানে নদীর মাঝখানের একটি উঁচু জায়গায় আশ্রয় নিয়ে অবস্থান করছেন। কৃষকরা আপাতত নিরাপদ থাকলেও, নদীর জলস্তর আরও বৃদ্ধি পেলে তাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।ঘটনাটি জানার পর থেকেই উদ্ধারকার্য শুরু করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। দিনহাটা মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা শাসক বিজয় গিরি জানান, বিডিও'র তত্ত্বাবধানে রেসকিউ টিম নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে, রাতের অন্ধকার ও প্রতিকূল পরিস্থিতির কারণে রবিবার মধ্যরাত পর্যন্ত উদ্ধারকার্য সফল হয়নি। আটকে পড়া কৃষকরা ও তাদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোরদার আবেদন জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code