Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গের দুর্গতদের সাহায্যে সিপিআই(এম)-এর অর্থ ও ত্রাণ সংগ্রহ, সাড়া দিলেন সাধারণ মানুষ

উত্তরবঙ্গের দুর্গতদের সাহায্যে সিপিআই(এম)-এর অর্থ ও ত্রাণ সংগ্রহ, সাড়া দিলেন সাধারণ মানুষ

উত্তরবঙ্গের দুর্গতদের সাহায্যে সিপিআই(এম)-এর অর্থ ও ত্রাণ সংগ্রহ, সাড়া দিলেন সাধারণ মানুষ


জলপাইগুড়ি: উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে রাজ্যজুড়ে অর্থ এবং ত্রাণ সংগ্রহের ডাক দিয়েছে সিপিআই(এম)। একইসঙ্গে, দল এই ভয়াবহ বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিও জানিয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর গোলঘুমটি এলাকায় অর্থ সংগ্রহে নামেন সিপিআই(এম)-এর কর্মীরা। জানা গিয়েছে, বিপর্যয়গ্রস্ত মানুষগুলির সাহায্যে এদিন সাধারণ মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন এবং উদার হাতে অর্থ সংগ্রহ করেছেন।

বিশেষভাবে উল্লেখ্য, গোলঘুমটি পালপাড়া এলাকার বাসিন্দা মালতি দে সরকার তাঁর সঞ্চিত সমস্ত অর্থ এদিন বন্যা দুর্গতদের জন্য দান করেছেন। এছাড়াও বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বের হয়ে অর্থ সংগ্রহে সাহায্য করেন।

এদিনের অর্থ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, তপন গাঙ্গুলী, বিশ্বজিৎ মোহন্ত, রাজু বল, সুরজ দাস, উদয় শংকর সরকার, সুবরন সরকার প্রমুখ। চৌরঙ্গী মোড়, গৌরীকোন, গোল ঘুমটি, কুমারপাড়া, পালপাড়া সহ বিভিন্ন এলাকায় এদিন অর্থ সংগ্রহ করা হয়।

সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার জানিয়েছেন, আগামী তিনদিন জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় এই অর্থ সংগ্রহ কর্মসূচি চলবে। সংগৃহীত অর্থ জলপাইগুড়ি জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত নাগরাকাটা এবং বানারহাট ব্লকের বিপর্যয়গ্রস্ত মানুষের সাহায্যে খরচ করা হবে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code