Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য কোচবিহার তৃণমূল সভাপতি ও সাংসদের, ছড়াল রাজনৈতিক উত্তাপ

বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য কোচবিহার তৃণমূল সভাপতি ও সাংসদের, ছড়াল রাজনৈতিক উত্তাপ

Controversial comments from the Vijaya Sammilani Manch by the Cooch Behar Trinamool president and MPs spread political heat.



কোচবিহার: সম্প্রতি কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভা এলাকার অন্দরানফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি রেগুলেট মার্কেটে আয়োজিত এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে চরম বিতর্কিত মন্তব্য করেছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলার সাংসদ। তাদের এই মন্তব্য ঘিরে জেলার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক তাঁর বক্তৃতায় বিজেপি কর্মীদের ঔদ্ধত্য নিয়ে প্রশ্ন তোলেন এবং সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন যে, বিজেপি কর্মীরা যদি নিশীথ প্রামাণিককে নাটাবাড়ি কেন্দ্রে প্রার্থী করার কথা বলেন, তবে "যত বড়ই ক্রিমিনাল মাস্তান হোক," তৃণমূল কংগ্রেস নাটাবাড়ি কেন্দ্রে তাঁকে "কবর করে দেবে," এবং এটাই দলের শেষ সিদ্ধান্ত। তাঁর এই মন্তব্য প্রকাশ্য জনসভায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে এমন কড়া ভাষায় আক্রমণ করার ঘটনায় বিতর্ক সৃষ্টি করেছে।

একই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিজেপিকে ব্লক করার ডাক দেন। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, বিজেপি যেখানেই প্রচারের চেষ্টা করবে, তার যোগ্য জবাব দিতে হবে। তিনি বিজেপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, "তোমার দেখা নাই ভোটের আগে ছাড়া তোমার দেখা পাওয়া যায় না, অতএব ভোটের ময়দানে তোমার কোনো কথা শুনব না।" এর পাশাপাশি তিনি কর্মীদের নির্দেশ দেন, "সর্বত্র বিজেপিকে ব্লক করবেন, কোথাও জানি মিটিং মিছিল প্রচারে বিজেপি না বেরোতে পারে তার ব্যবস্থা করবেন।"

সাংসদের এই উক্তি সরাসরি রাজনৈতিক কার্যকলাপ রুখে দেওয়ার ইঙ্গিত দেওয়ায় তা অত্যন্ত বিতর্কিত হয়ে উঠেছে। তৃণমূলের দুই শীর্ষ নেতার এমন আক্রমণাত্মক মন্তব্য আগামী দিনে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংঘাতপূর্ণ করে তুলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code