বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনায় জখম অন্তত ৭, তদন্তে রেল কর্তৃপক্ষ
রবিবার সন্ধ্যায় চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকল বর্ধমান রেল স্টেশন। সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ একসঙ্গে তিনটি ট্রেনের আগমন ও ছাড়ার সময়সূচি ঘনিয়ে আসায় যাত্রীদের মধ্যে দেখা দেয় প্রবল হুড়োহুড়ি। ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী ফুট ওভারব্রিজে যাত্রীদের চাপ এতটাই বেড়ে যায় যে কয়েকজন পড়ে গেলে বাকিরা তাঁদের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময়েই ঘটে পদপিষ্টের ঘটনা।
আহত হয়েছেন অন্তত ৭ জন যাত্রী। তাঁদের তড়িঘড়ি ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সকলেরই শারীরিক অবস্থা স্থিতিশীল। আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন বর্ধমান পশ্চিমের বিধায়ক খোকন দাস। তিনি তাঁদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪ নম্বরে দাঁড়িয়ে ছিল বর্ধমান-হাওড়া লোকাল, ৬ নম্বরে রামপুরহাট লোকালের ঘোষণা হয়, আর ৭ নম্বরে দাঁড়িয়ে ছিল আসানসোল লোকাল। তিনটি ট্রেনই এক সময়ে ছাড়ার কথা থাকায় যাত্রীরা ট্রেন ধরতে ব্রিজে উঠে পড়েন। প্রচণ্ড ভিড়ের চাপে কয়েকজন পড়ে গেলে, বাকিরা তাঁদের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও আধিকারিকরা।
রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে একসঙ্গে তিনটি ট্রেনের ছাড়ার সময় নির্ধারিত হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রীরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊