ডুয়ার্সের তিনটি চা বাগান বন্ধ: পুজোর মুখে সংকটে হাজার হাজার শ্রমিক
বানারহাট, সেপ্টেম্বর ১২, ২০২৫ - পুজোর ঠিক আগে, ডুয়ার্সের বানারহাট ব্লকের তিনটি বড় চা বাগান— রেডব্যাংক, সুরেন্দ্রনগর, এবং চামুর্চি— হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন কয়েক হাজার চা শ্রমিক। বিনা নোটিশে বৃহস্পতিবার রাতে বাগানগুলির মালিকপক্ষ পালিয়ে যাওয়ায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকেই তিনটি বাগানেই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বাগানগুলিতে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি বকেয়া ছিল। এর মধ্যেই সামনে এসেছে পুজোর বোনাস দেওয়ার বিষয়টি। এই পরিস্থিতিতে মালিকপক্ষ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বাগান বন্ধ করে দিয়েছে। এর ফলে শুধু শ্রমিকদের মজুরি নয়, তাদের আসন্ন পুজোর আনন্দও অনিশ্চিত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাগানগুলিতে স্বাভাবিক কাজ চলছিল। এরপর গভীর রাতে ম্যানেজাররা গোপনে বাগান ছেড়ে পালিয়ে যান। শুক্রবার সকালে কাজে এসে শ্রমিকরা দেখেন ফ্যাক্টরি বন্ধ এবং কর্তৃপক্ষ উধাও। এরপরেই রেডব্যাংক, সুরেন্দ্রনগর ও চামুর্চি চা বাগানের শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন।
শ্রমিকদের এই প্রতিবাদ বানারহাট ব্লকের একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে। চামুর্চি চা বাগানের শ্রমিকরা ভারত-ভুটান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, যা আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করছে। একই সময়ে, রেডব্যাংক চা বাগানের শ্রমিকরা বানারহাট থেকে চালসাগামী জাতীয় সড়ক অবরোধ করে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
পুজোর ঠিক আগে কাজ হারিয়ে হাজার হাজার শ্রমিক ও কর্মচারী এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বকেয়া মজুরি এবং বোনাস না পাওয়ায় তাদের পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊