Latest News

6/recent/ticker-posts

Ad Code

DA Case Supreme Court: ডিএ মামলার শুনানি শেষ, জানুন সর্বশেষ আপডেট

DA Case Supreme Court: ডিএ মামলার শুনানি শেষ, জানুন সর্বশেষ আপডেট

The Supreme Court has concluded hearings in the West Bengal DA case, with the verdict pending. The bench has invited written submissions from parties. The case centers on whether state employees are entitled to DA at central government rates.



সোমবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে শেষ হল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA Case) সংক্রান্ত মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের দ্বৈত বেঞ্চ রায়দান স্থগিত রেখেছেন। আদালত জানিয়েছে, মামলার পক্ষগুলির যদি কোনও অতিরিক্ত বক্তব্য থাকে, তা লিখিত আকারে জমা দিতে হবে।

এর আগে, শীর্ষ আদালত রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র (Dearness Allowance) অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং ছয় সপ্তাহ সময়ও নির্ধারণ করেছিল। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্য সেই নির্দেশ পালন করতে পারেনি। ফলে রাজ্য আরও ছ’মাস সময় চেয়ে আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে ৪ থেকে ৭ অগস্ট পর্যন্ত প্রতিদিন শুনানি হয়। পরে ১২ অগস্টের শুনানি পিছিয়ে যায়, কারণ রাজ্যের আইনজীবী কপিল সিব্বল ওই দিন অন্য একটি মামলায় ব্যস্ত ছিলেন।

মামলার (Dearness Allowance) মূল দাবি ছিল, কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতো হারে রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিএ দিতে হবে। এই দাবিকে কেন্দ্র করে মামলা শুরু হয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (SAT) থেকে, যা পরে কলকাতা হাই কোর্ট হয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টে। ২০২২ সালে কলকাতা হাই কোর্ট রায় দেয় কর্মীদের পক্ষে, জানায় ডিএ তাদের অধিকার এবং কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্যতা রয়েছে।

তবে রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। তাদের যুক্তি, মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, এটি মৌলিক অধিকার নয়। কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন, তাই কেন্দ্রের সঙ্গে তুলনা চলে না। রাজ্য আরও জানায়, ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে ডিএ সংক্রান্ত কোনও বরাদ্দ রাখা হয়নি এবং তারা অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেছে।

অন্যদিকে, মামলাকারী পক্ষের বক্তব্য ছিল, নির্দিষ্ট সময় অন্তর ডিএ (Dearness Allowance) প্রদান সরকারের নীতিগত দায়িত্ব। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ডিএ দিতে হবে এবং প্রয়োজনে কিস্তিতে বকেয়া মেটানো যেতে পারে।

সোমবারের শুনানিতে সব পক্ষের যুক্তি শোনার পর সুপ্রিম কোর্টের বেঞ্চ রায়দান স্থগিত রাখে। এখন আদালতের লিখিত পর্যবেক্ষণ ও চূড়ান্ত রায় ঘোষণার অপেক্ষায় রাজ্য সরকারি কর্মচারীরা। এই রায় শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও কর্মচারীদের ডিএ (Dearness Allowance)সংক্রান্ত নীতিতে প্রভাব ফেলতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code