একাধিক দাবিতে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন SFI ও DYFI এর
ভারতের ছাত্র ফেডারেশন (SFI) এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI), কোচবিহার জেলা কমিটির উদ্যোগে আজ ১৫ই সেপ্টেম্বর, বেলা ১ টায় ‘সকলের জন্য শিক্ষা ও কাজের দাবী দিবস’-এর অংশ হিসেবে “দিনহাটা মহকুমা শাসকের দপ্তর চলো”।
এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ, ছাত্র-যুবসমাজের বিভিন্ন জ্বলন্ত ইস্যু নিয়ে একটি স্মারকলিপি আপনাকে প্রদান করা হবে।
দাবী সমূহ -
১) সকলের জন্য শিক্ষা ও কাজ চাই।
২)দিনহাটা ২নং ব্লক ও সিতাইতে ঘোষিত কলেজে অবিলম্বে পঠন পাঠন চালু করতে হবে।
৩) দিনহাটাকে আন্তর্জাতিক করিডোর হিসেবে ঘোষণা করতে হবে।
৪) দিনহাটা সরকারি মহিলা শারীরিক শিক্ষা কলেজ কে অবিলম্বে চালু করতে হবে।
৫) গোসানীমারিতে পর্যটন হাব গড়ে তুলতে হবে।
৬) টোবাকো রিচার্জ সেন্টার, চুরুট কারখানা ও তুঁত ফার্ম জমিতে কর্মসংস্থান মুখী কৃষি ভিত্তিক শিল্প স্থাপন করতে হবে।
৭)গ্রামীণ পাঠাগার, স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র গুলোর মান উন্নয়ন করে মানুষের ব্যবহার যোগ্য করতে হবে।
৮)দিনহাটা ২নং ব্লক ও সিতাইতে অগ্নি নির্বাপন কেন্দ্র চালু করতে হবে।
৯) দিনহাটা মহকুমা হাসপাতালের সামগ্রিক মান উন্নয়ন ঘটাতে হবে।
১০) দিনহাটা শহরকে যানজট মুক্ত করতে হবে সেই সাথে ফুটপাথ দখলমুক্ত করতে হবে এবং নির্দিষ্ট পার্কিং জোন তৈরি করতে হবে।
১১) সাহেবগঞ্জ রোড রেল ক্রসিং এ ওভারব্রিজ বা আন্ডার পাস করতে হবে।
১২)গ্রামীণ রাস্তা গুলোর বর্ষার পর বেহাল অবস্থা এগুলো সংস্কার করতে হবে।
১৩) সাবেক ছিটমহলবাসীদের নানা ধরনের হয়রানি বন্ধ করে, নাগরিক মর্যাদা দিতে হবে।
এ ছাড়াও সার্ভে ফর্মে মাধ্যমে ও গণস্বাক্ষরের মাধ্যমে সাধারণ মানুষের সাথে মতবিনিময়ের ভিত্তিতে আরো ৮ দফা দাবি যুক্ত করা হয়। দিনহাটা মহকুমার বাসিন্দা মোট ২৭৬ জন সার্ভে ফার্মের মাধ্যমে তাদের মূল্যবান মতামত জানিয়েছেন বলে জানান তাঁরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊