Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেপালের শাসনভার নিল সেনা, জারি কারফিউ!

নেপালের শাসনভার নিল সেনা, জারি কারফিউ! 

Nepal issue


জ্বলছে নেপাল। সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রভাব যে এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে তা ভাবতেও পারেনি ওলির সরকার। শেষমেষ গতকাল প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। জেন জেড বিক্ষোভে সরকার পতন। হিংসায় জ্বলছে নেপাল। এই পরিস্থিতিতে দেশের শাসনভার কাঁধে তুলে নিল সেনা।

নেপালের পরিস্থিতি সামাল দিতে মাঠে নামল সেনা। অশান্তি রুখতে কড়া হুঁশিয়ারির পাশাপাশি বিকেল ৫টা থেকে দেশজুড়ে কারফিউ জারির ঘোষণা করেছে সেনা। অন্যদিকে নেপালে থাকা ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে বিদেশমন্ত্রক। সেনার তরফে এক বিবৃতিতে জেন জি-কে দেশে শান্তি ফেরানোর বার্তা দেওয়া হয়েছে। জায়গায় জায়গায় করা হচ্ছে রুটমার্চ। দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে শান্ত থাকার। বুধবার বিজ্ঞপ্তি জারি করে সেনার তরফে জানানো হয়েছে ৫ টার পর থেকে দেশজুড়ে কারফিউ জারির।

বিবৃতি দিয়ে জানানো হল, যত দিন পর্যন্ত না নতুন সরকার গঠিত হচ্ছে, তত দিন দেশের শাসনভার চালাবে তারা। শুধু তা-ই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে কার্ফু জারি করা হয়েছে সেনার তরফে।

নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। দেশে লুটপাট চালালে, ভাঙচুর করলে কড়া পদক্ষেপ করা হবে, এমনটাই জানিয়ে নেপালের সেনাবাহিনী। দেশের নাগরিকদেরও সহযোগিতা চেয়েছে তারা। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবনও। বিক্ষোভকারীদের উদ্দেশে অশোকরাজের আহ্বান, ‘‘প্রতিবাদ কর্মসূচি থেকে বিরত থেকে আলোচনায় বসুন। কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে আমাদের।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code